Child Deadbody Recover: পুকুরে স্নান করছিলেন ওরা, ভেসে উঠল দু’টো ফুটফুটে শরীর

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 27, 2024 | 7:05 PM

Murshidabad: জানা গিয়েছে, মৃতদের নাম আলিশা খাতুন (১২) ও মোনালিসা খাতুন (১১)। ওই শিশুদের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের শেরপুরে। সেখান থেকেই নবগ্রাম ব্লকের ইটাসরান গ্রামে এসেছিল দাদুর বাড়ি বেড়াতে পরিবারের সদস্যরা জানান, ওই দুই শিশুকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

Child Deadbody Recover: পুকুরে স্নান করছিলেন ওরা, ভেসে উঠল দুটো ফুটফুটে শরীর
মুর্শিদাবাদে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: দাদুর বাড়ি বেড়াতে গিয়েছিল। প্রথম দিকে সবটা ঠিকই ছিল। তবে এই ভাবে বিপদ ধেয়ে আসবে তা হয়ত কল্পনা করতে পারেননি। আনন্দ করতে গিয়ে এক লহমায় বদলে গেল সবটা। পুকুরের জলে ডুবে গিয়ে মৃত্যু হল দুই শিশুর।

জানা গিয়েছে, মৃতদের নাম আলিশা খাতুন (১২) ও মোনালিসা খাতুন (১১)। ওই শিশুদের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের শেরপুরে। সেখান থেকেই নবগ্রাম ব্লকের ইটাসরান গ্রামে এসেছিল দাদুর বাড়ি বেড়াতে পরিবারের সদস্যরা জানান, ওই দুই শিশুকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর পুকুরে নেমে স্নান করার সময় এক ব্যক্তি দেখে পুকুরের মধ্যে ভাসছে ওই দু’জনই। এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনার খবর পেয়ে এলাকায় আসে নবগ্রাম থানার পুলিশ। এবং ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় নবগ্রাম থানায়। পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দা বলেন, “আমি নামাজ পড়ে এসেছিলাম পুকুরের কাছে। দেখি পুকুরের সামনে লোকজন খোঁজাখুঁজি করছে। সকাল ১১টা থেকে নিখোঁজ। পরে জানা গেল পুকুরে কখন পরে গিয়েছে।”

Next Article