Murshidabad : কাঁঠালবাগানে টেনে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, পলাতক দুই অভিযুক্ত

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 28, 2022 | 11:52 PM

Murshidabad : মঙ্গলবার রাতে বাড়িতে একাই ছিল তরুণী। মা গিয়েছিল কলকাতায়। সেই খবর ছিল পরিচিত যুবকের কাছে।

Murshidabad : কাঁঠালবাগানে টেনে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, পলাতক দুই অভিযুক্ত
প্রতীকী চিত্র

Follow Us

ডোমকল: রাতের অন্ধকারে কাঁঠালবাগানে টেনে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল থানা এলাকায়। সূত্রের খবর, নির্যাতিতার বিয়ে হয়েছিল বছর সাতেক আগে। কিন্তু, কিছুদিন আগে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল স্বামীর সঙ্গে। তাঁর একটি ৬ বছরের সন্তানও রয়েছে। এদিকে বিবাহ বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গে বাড়িতে একা থাকতেন তরুণী। সূত্রের খবর, সম্প্রতি পাশের এলাকার এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। দুজনের মধ্যে ফোনে কথাও হত। 

মঙ্গলবার রাতে বাড়িতে একাই ছিলেন তরুণী। মা গিয়েছিল কলকাতায়। সেই খবর ছিল পরিচিত যুবকের কাছে। অভিযোগ, রাতের অন্ধকারে এক বন্ধুকে নিয়ে ওই ২২ বছর বয়সী ওই যুবতীর বাড়ি হানা দেয় ওই যুবক। কাঠালবাগানে টেনে নিয়ে গিয়ে করে ধর্ষণ। ধর্ষণ করে তাঁর বন্ধুও। এই খবর জানাজানি হতেই ব্যাপাক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। ডোমকল থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। তবে ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। 

ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার দাদু বলেন, “আমার নাতনির বছর সাতেক আগে বিয়ে হয়েছিল। ওর একটা ৬ বছরের বাচ্চাও রয়েছে। তবে স্বামীর সঙ্গে এখন ওর সম্পর্ক নেই। বিচ্ছেদের পর থেকে ও মায়ের সঙ্গে থাকত। তবে কাল রাতে ও বাড়িতে একাই ছিল। ওর মা গিয়েছিল কলকাতায়। সেই খবর ছিল ছেলে দুটোর কাছে। আমার নাতনির সঙ্গে ওদের আগে ফোনে কথা হত বলে শুনেছি। কাল রাত ১০টা নাগাদ ওরা বাড়িতে ঢোকে। তারপরেই কাঁঠালবাগানে টেনে নিয়ে গিয়ে এই কাজ করেছে।” 

Next Article