Murshidabad Death: স্কুলের পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু মহিলার

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2023 | 4:35 PM

Murshidabad Death: মুর্শিদাবাদের নবগ্রামের কল্যাণগঞ্জ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সেখানেই একটি গাছ কাটতে গিয়ে ঘটে বিপত্তি। জানা যায় গাছ কাটার সময় ডাল পড়ে স্কুলের পাঁচিলের উপরে। তারপর পাঁচিলটি ভেঙে পড়ে দুই মহিলার উপরে। তখনই আহত হয় পূর্ণিমা পাল, অমিতা মার্জিত।

Murshidabad Death: স্কুলের পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু মহিলার
মুর্শিদাবাদে মহিলার মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: মর্মান্তিক মৃত্যু মহিলার। স্কুলের গাছ কাটার সময় একটি ডাল ভেঙে পড়ে প্রাচীরের উপর। আর তারপরই সেই প্রাচীর ভেঙে পড়ে মহিলার মাথায়। তখনই মৃত্যু হয় ওই মহিলার।

মুর্শিদাবাদের নবগ্রামের কল্যাণগঞ্জ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সেখানেই একটি গাছ কাটতে গিয়ে ঘটে বিপত্তি। জানা যায় গাছ কাটার সময় ডাল পড়ে স্কুলের পাঁচিলের উপরে। তারপর পাঁচিলটি ভেঙে পড়ে দুই মহিলার উপরে। তখনই আহত হয় পূর্ণিমা পাল, অমিতা মার্জিত।

দু’জনকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিয়ে যান নবগ্রাম প্রাথমিক চিকিৎসালয়ে। সেখানেই কর্মরত চিকিৎসকরা অমিতা মার্জিতকে মৃত বলে ঘোষণা করেন। এবং গুরুতরভাবে আহত হওয়া পূর্ণিমা পালকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠায় বহরমপুর মেডিক্যাল কলেজে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।

 

Next Article