Krishnachura Tree: গাছের ডালে কোপ মারতেই ভয়ঙ্কর ঘটনা, গেল গেল রব উঠল চারপাশে

Koushik Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Mar 04, 2023 | 10:08 AM

Murshidabad: অত বড় ডাল ভেঙে পড়ায় ৬-৭ আহত হন। এলাকায় তুমুল হইহই শুরু হয়।

Krishnachura Tree: গাছের ডালে কোপ মারতেই ভয়ঙ্কর ঘটনা, গেল গেল রব উঠল চারপাশে
হাসপাতালের সামনে মানুষের ভিড়।

Follow Us

কলকাতা: গাছ কাটতে গিয়ে সেই গাছ পড়েই আশঙ্কাজনক তিন ব্যক্তি। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের শিবনগর এলাকায়। এই ঘটনায় পাঁচজনকেই বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন জলিল মণ্ডল, রেজাউল শেখ, মহিদুল মণ্ডল, আরমান হোসেন মণ্ডল ও জালাল মণ্ডল। জখমদের বাড়ি শিবনগর ও বাণীপুর এলাকায়। জানা গিয়েছে, শিবনগর ঈদগাহ কমিটির বড় কৃষ্ণচূড়া গাছ বিক্রির জন্য নিলাম হয়। নিলামের পর শনিবার সকালে গাছের ডাল কাটার কাজ  চলছিল। গাছের একাংশ কাটাও হয়। এরপরই হঠাৎ বিশাল ওই কৃষ্ণচূড়া গাছের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ।

অত বড় ডাল ভেঙে পড়ায় ৬-৭ আহত হন। এলাকায় তুমুল হইহই শুরু হয়। ছুটে আসেন এলাকার লোকজন। তাঁদের উদ্যোগেই আহতদের তড়িঘড়ি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি কিছুটা জটিল হওয়ায় পাঁচজনকেই স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। নিয়ে যাওয়া হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর হাসপাতালে পৌঁছয় পুলিশও। খবর দেওয়া হয় আহতদের বাড়ির লোকজনকে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, “শিবনগরে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। গাছটা অকেজো হয়ে যাওয়ার পর বিক্রি করে দেওয়া হয়। আজ সকালে সেই গাছের ডাল কাটার কাজ চলছিল। সেই সময় গোটা গাছটাই উপড়ে আসে। সে সময় যাঁরা কাজ করছিলেন ৬-৭ জন, তাদের উপরই পড়ে। এতে তিনজনের অবস্থা খুবই খারাপ।” অন্যদিকে আহত এক ব্যক্তি হাসপাতালের বেডে বসেই বলেন, “আমরা গাছ কাটছিলাম। ডালটা কাটতেই একেবারে হুড়মুড়িয়ে গোটা গাছটা এসে পড়ে গেল। অত বড় গাছটা পড়ছে দেখে আমি যে পালাব সেই শক্তিও হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছু মনে নেই। এখন হাসপাতালে ব্যান্ডেজ করে বসে আছি।”

Next Article