মুর্শিদাবাদ: ১ কোটির পার্টিতে বড় জোর ‘১ হাজার চোর, চামার রয়েছে’। শনিবার মুর্শিদাবাদের এক দলীয় কর্মসূচি থেকে এমনই মন্তব্য শোনা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মুখে। জঙ্গিপুরের রিভিউ মিটিংয়ে আসেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদের জঙ্গিপুরের রবীন্দ্র ভবন হলে একটি জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকেই একাংশকে বিঁধতে দেখা যায় ফিরহাদকে। দলে দুর্নীতিগ্রস্ত কয়েকজন আছে, তা কার্যত এদিন মেনেই নেন ফিরহাদ হাকিম। মন্ত্রীর পাশে বসে দুর্নীতির কথা স্বীকার করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনও।
জাকির হোসেনের কথার প্রসঙ্গ টেনে এদিন ফিরহাদ হাকিম বলেন, “১ কোটির পার্টি, সারা বাংলায় এত সদস্য, নিশ্চিতভাবে সংসারে পাঁচটা ভাই থাকলে একটা ভাই সংসারের বদনাম করে দেয়। ১ কোটির পার্টিতে ১ হাজার বড় জোর চোর চামার আছে। শতাংশের নিরিখে তা খুবই কম। আমরা কি চোর? আমরা এসেছি মানুষের স্বার্থে কাজ করার জন্য।” অন্যদিকে জাকির হোসেন বলেন, “আজ আমরা চুরি করছি, আমাদের প্রধানরা চুরি করছে, তার দায় আমাদের দিদিকে নিতে হচ্ছে। আমরা চাই না দিদির বদনাম হোক।”
এদিকে রাজ্যের মন্ত্রী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এ হেন মন্তব্যের সমালোচনা করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূলের কখন কোন নেতা কোন ভাষায় কথা বলেন কেউ বুঝতে পারেন না। আমি না হয় বিধায়কের কথা ধরলাম না। ফিরহাদ হাকিম মন্ত্রী, ওনার কথাই ধরলাম। ১ হাজার চোর থাকতে পারে। তা তাদের নামের তালিকা দিয়ে বার করে দিন। সেই হিম্মত হবে কি? পঞ্চায়েতের ১০০ দিনের কাজ থেকে শুরু করে কয়লা, গরু, বালি সবেতেই ওদের দুর্নীতি।”