Bomb Blast: কংগ্রেস প্রার্থীর বাড়ির পাশেই বিস্ফোরণ! পলাতক ভাই, আটক আত্মীয়

Koushik Ghosh | Edited By: Soumya Saha

Jul 02, 2023 | 5:03 PM

Panchayat Election 2023: রবিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর থেকেই ওই কংগ্রেস কর্মী জাহাঙ্গির শেখের দেখা পাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

Bomb Blast: কংগ্রেস প্রার্থীর বাড়ির পাশেই বিস্ফোরণ! পলাতক ভাই, আটক আত্মীয়
কংগ্রেস প্রার্থীর আত্মীয়া
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

সামশেরগঞ্জ: ভোটের মুখে (Panchayat Election 2023) দিকে দিকে অশান্তির অভিযোগ। আর এরই মধ্যে এক কংগ্রেস প্রার্থীর বাড়ির পাশেই বোমা বিস্ফোরণ (Bomb Blast)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। এবারের পঞ্চায়েত ভোটে সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর-মাঠপাড়া গ্রামে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন রাজীব হোসেন। প্রার্থীর বাড়ির পাশেই একেবারে লাগোয়া তাঁর ভাই জাহাঙ্গির শেখের বাড়ি। তিনিও কংগ্রেস কর্মী। আজ দুপুরে জাহাঙ্গিরের বাড়ি থেকে হঠাৎ বিকট শব্দ পাওয়া যায়। তীব্র বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে উড়ে যায় বাড়ির পাঁচিল। অভিযোগ উঠছে, ভোটের মুখে ওই কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল। সেই বোমা ফেটেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

এদিকে রবিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর থেকেই জাহাঙ্গির শেখের দেখা পাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ওই বাড়িটির যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই জায়গাটিকে ফিতে দিয়ে ঘিরে রেখেছে। কিন্তু ওই কংগ্রেস কর্মী এলাকা থেকে পলাতক বলেই অনুমান পুলিশের। তাঁর খোঁজ চালাচ্ছেন পুলিশকর্মীরা। এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় কংগ্রেস কর্মী জাহাঙ্গির শেখের বাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে, এই বিস্ফোরণের সময়ে জাহাঙ্গিরের দাদা এলাকার কংগ্রেস প্রার্থীও বাড়িতে ছিলেন না।

জাহাঙ্গিরের স্ত্রী জানাচ্ছেন, তিনি রাজীবের প্রচারের জন্য এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। সেই সময়েই এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিলেন না। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। তাঁরা বলছেন, আগে থেকে তাঁরা কিছুই টের পাননি। এদিন দুপুরে হঠাৎ তীব্র আওয়াজ হয় ওই বাড়িতে। তখনই তাঁরা বুঝতে পারেন বিস্ফোরণ হয়েছে।

যদিও স্থানীয় কংগ্রেস নেতৃত্বও এই ঘটনার নিন্দা জানিয়েছে। ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক কর্মীর বাড়ির পাশে বিস্ফোরণ হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। বললেন, ‘তবে যাই হোক না কেন, সেটা খারাপ। খারাপকে খারাপ বলতেই হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষ। যদি প্রমাণ হয়, এমন কিছু হয়েছে, তাহলে শাস্তি পাবে।’

Next Article