মুর্শিদাবাদ: উধাও হয়ে যাচ্ছে ট্যাবের টাকা! যখন ট্যাবের টাকা না পাওয়া নিয়ে রাজ্যজুড়ে অভিযোগ, সেই সময় মুর্শিদাবাদে অ্যাকাউন্টে ঢুকছে ট্যাবের টাকা। তাও আবার দু’বার। অতিরিক্ত দেওয়া টাকা ফেরত পেতে ব্যাঙ্কের আঞ্চলিক কর্তাকে চিঠি দিয়েছে শিক্ষা দফতর, এমনটাই সূত্রের খবর। এদিকে, দ্বিগুণ টাকা আসলেও, ফাঁপরে পড়েছে পড়ুয়ারা। কিনতে পারছেন না ট্যাব। তুলতে পারছেন না ট্যাবের জন্য বরাদ্দ ১০ হাজার টাকা।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে যখন ট্যাবের টাকা না পাওয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠছে, সেখানেই মুর্শিদাবাদে ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার টাকা ভুল করে দুইবার এসেছে। চরম বিড়ম্বনায় পড়েছে জেলার শিক্ষাবিভাগ।
পাঠানো অতিরিক্ত টাকা ফেরত পেতে জেলার ব্যাঙ্কের শাখার পাশাপাশি আঞ্চলিক কর্তাকেও চিঠি দিয়ে সহযোগিতার আবেদন করেছে শিক্ষা দফতর।
একজন-দুইদন নয়, জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৪৮৪১ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা এসেছে। মোট ৪ কোটি ৮৪ লক্ষ টাকা বাড়তি ঢুকেছে। বহু স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ১০ হাজার টাকার বদলে ২০ হাজার টাকা করে এসেছে। দ্বিগুণ ট্যাবের টাকা পাওয়ার স্কুলগুলির মধ্যে রয়েছে জঙ্গিপুরের নটি হাই স্কুল, আমতলা হাই স্কুল আনন্দমণি বালিকা বিদ্যালয়, ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুল, টুঙ্গি স্বামী স্বরূপানন্দ হাই স্কুল, বালি গান্ধী মেমোরিয়াল হাই স্কুল , বৃন্দাবনপুর এস স্মৃতি হাই স্কুল, দুর্লভপুর হাই স্কুল সর্বাঙ্গপুর বিদ্যাপীঠ।
ভুল করে দুইবার টাকা পাঠানোর কারণে মহা ফাঁপরে পড়েছে স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়ারা। ২০ হাজার টাকা অ্যাকাউন্টে এলেও, তা তুলতে পারছেন না। এদিকে আবার একই জেলায় ট্যাবের টাকা পায়নি শ্রীকান্ত বাটি, বাড়ালা, সেখদীঘি মত বহু স্কুলের ছাত্র-ছাত্রীরা।