Extra Marital Affair: চায়ের দোকানে লিভ ইন পার্টনারের সঙ্গে স্বামী! দেখে যা করলেন স্ত্রী…

Koushik Ghosh | Edited By: অংশুমান গোস্বামী

Feb 13, 2023 | 1:08 PM

বিয়ের পর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান ওই ব্যক্তি। এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। গত ২-৩ বছর ধরে এক সঙ্গে থাকতে শুরু করেন দুজনে।

Extra Marital Affair: চায়ের দোকানে লিভ ইন পার্টনারের সঙ্গে স্বামী! দেখে যা করলেন স্ত্রী...
প্রতীকী ছবি

Follow Us

কান্দি: এক ব্যক্তির দুই স্ত্রী। দুই স্ত্রী মুখোমুখি হতেই লেগে গেল ঝামেলা। শহরের মধ্যে চায়ের দোকানে সকলের সামনেই চলল বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গণ্ডগোল। সেই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে সেখানে উপস্থিত সকলে তা থামাতে সক্ষম হয়নি। খবর গিয়েছিল পুলিশের কাছে। তার পর পুলিশ এসে আটক করে ওই ব্যক্তি এবং তাঁর দুই স্ত্রীকে। পরে অবশ্য তিন জনকেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দিতে। কান্দির হাসপাতাল মোড় সংলগ্ন একটি চায়ের দোকানে ঝামেলা বাঁধে ওই তিন জনের।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির স্ত্রী রয়েছেন। যদিও বিয়ের পর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান ওই ব্যক্তি। এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। গত ২-৩ বছর ধরে এক সঙ্গে থাকতে শুরু করেন দুজনে। ঘরে বউকে রেখেই ওই মহিলার সঙ্গে ওই ব্যক্তি লিভ-ইন করতেন বলে অভিযোগ। একাধিক সম্পর্ক নিয়ে অশান্তি থাকলেও ওই ব্যক্তির স্ত্রী হাতেনাতে ধরতে পারেননি স্বামীকে। শনিবার সকালে লিভ ইন সঙ্গীর সঙ্গে কান্দি হাসপাতাল মোড়ের কাছে একটি চায়ের দোকানে গিয়েছিলেন। সেখানে লিভ ইন সঙ্গিনীকে নিয়ে চা খাচ্ছিলেন। তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। নিজের স্বামীর সঙ্গে অন্য মহিলার ঢলাঢলি দেখে ক্ষেপে যান তিনি। চায়ের দোকানের সামনেই লেগে যায় ঝামেলা।

চায়ের দোকানের সামনেই স্বামীর চরিত্র উপস্থিত সকলকে জানাতে থাকেন তাঁর স্ত্রী। তাঁকে বিয়ে করার পরও অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ওই মহিলা। বচসা থেকে হাতাহাতিও শুরু হয়। হাসপাতাল মোড়ে ওই চায়ের দোকানে গণ্ডগোলের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পুলিশ এসে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

Next Article