Extramarital Affair: বৌদি সঙ্গে অবাধ প্রেম জেনে ফেলেছিলেন স্ত্রী, শাস্তিস্বরূপ তাঁকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Kousik Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 15, 2023 | 11:49 AM

Murshidabad Death: মৃতের নাম মৃত ওই মহিলার নাম জুলেখা বিবি বয়স ২২ বছর। তাদের ৫ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকার ঘটনা

Extramarital Affair: বৌদি সঙ্গে অবাধ প্রেম জেনে ফেলেছিলেন স্ত্রী, শাস্তিস্বরূপ তাঁকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
(নিজস্ব চিত্র)

Follow Us

হরিহরপাড়া (মুর্শিদাবাদ): বড় বৌদির সঙ্গে বিবাহ বহিভূর্ত সম্পর্ক গড়ে উঠেছিল। তা জানতে পেরেছিলেন স্ত্রী। এরপর সংসারে লাগাতার অশান্তি। অভিযোগ, স্ত্রীকে পৃথিবী থেকে সরাতে অ্যাসিড খাইয়ে দেন স্বামী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১৪ দিন পর মৃত্যু হল স্ত্রী।

মৃতের নাম মৃত ওই মহিলার নাম জুলেখা বিবি বয়স ২২ বছর। তাদের ৫ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকার ঘটনা। মৃতের পরিবারের অভিযোগ, নসিপুর গ্রামের বাসিন্দা আসাবুল খলিফার সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় জুলেখা বিবির। তবে দীর্ঘদিন ধরেই  বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। ১৪ দিন আগে এর প্রতিবাদ করেন জুলেখা। স্বামী-স্ত্রীর মধ্যে বিস্তর ঝামেলা হয়।

অভিযোগ, এরপরেই তাঁর স্বামী আসাবুল খালিফা জোর করে তাঁর নিজের স্ত্রী জুলেখা বিবিকে অ্যাসিড খাইয়ে দেন। ১৪ দিন ধরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল। পরে হাসপাতাল থেকে ছুটি  নিয়ে জুলেখা নিজের বাবার বাড়ি রুকুনপুরে ফেরেন। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। সোমবার রাত্রিবেলা মৃত্যু হয় তাঁর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

মৃতের পরিবারের এক সদস্য বলেন, “অনেকক্ষণধরে বাচ্চা কাঁদছিল। সেই দেখে আমার ননদ ওর স্বামীকে বলে বাচ্চাটাকে চুপ করাতে। কিন্তু তা না করে ও ফোনে কথা বলছিল। পরে আমার ননদ ফের বললে ওকে মারধর করে। পরের দিন সকালে ওর শ্বশুরবাড়ির লোকজনও মারধরও করে। তার জেরেই মৃত্যু হয়।”

Next Article