দৌলতাবাদ: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কার্যত উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এবার বিজেপি নেতার বাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত নিধিনগর গ্রামে।
জানা গিয়েছে, আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জেসিবি দিয়ে বাড়ি ভেঙে দেয়। ঘটনায় থানায় এবং জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ওই বিজেপি নেতা।
জানা গিয়েছে, রানা প্রতাপ সিংহ রায় নামের ওই বিজেপি নেতার অভিযোগ আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তাঁর বাড়ি ভাঙচুর করে দেয়। ঘটনায় প্রথমে দৌলতাবাদ থানায় অভিযোগ করেন। এরপর মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করে। বয়স্ক মা বাবা ও পরিবার নিয়ে কোথায় যাবেন কী করবেন দিশাহারা ওই বিজেপি নেতা। এ দিকে স্থানীয় তৃণমূল নেতা সফিউল্লা রহমান বলেন, “ওদের কোনও বাড়ি নিয়ে গন্ডগোল রয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই