জাকির হোসেনের উপর হামলার ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের জেলাশাসক বদল

tista roychowdhury |

Feb 18, 2021 | 6:48 PM

বদল হল ২৪ পরগণার জেলাশাসকও।

জাকির হোসেনের উপর হামলার ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের জেলাশাসক বদল

Follow Us

কলকাতা: মুর্শিদাবাদে রাজ্যের মন্ত্রীর উপর হামলার ২৪ ঘণ্টার মধ্যেই বদলি করা হল জেলাশাসককে। বৃহস্পতিবারই রাজ্যের একাধিক সচিব পদে রদবদল করা হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদের জেলাশাসক বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুর্শিদাবাদ জেলার জেলাশাসক ছিলেন জেপি মিনা। তাঁকে রাজ্যের স্বাস্থ্য‌ দফতরের অতিরিক্ত সচিব পদে নিয়ে আসা হল। আর মুর্শিদাবাদের জেলাশাসক পদে নিয়ে যাওয়া হল শরদকুমার দ্বিবেদীকে, যিনি স্বাস্থ্য‌ দফতরের অতিরিক্ত সচিব ছিলেন।

আরও পড়ুন: অস্ত্রোপচার শেষ হল জাকিরের, কেমন আছেন মন্ত্রী?

বুধবার রাতে বোমার আঘাতে গুরুতরভাবে জখম হন মন্ত্রী জাকির হোসেন। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় ষড়ষন্ত্রের ছায়া দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির মধ্যেই বদল করা হল মুর্শিদাবাদের জেলাশাসক।

এছাড়া বদল করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকও। জেলাশাসক পি উলগানাথনকে কেএমডিএ-র সিইও করা হল আর কেএমডিএ-র সিইও অন্তরা আচার্যকে নিয়ে যাওয়া হল দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পদে।

দুই আইপিএস পদেও রদবদল করা হয়েছে। মনোজ ভার্মাকে শুধুমাত্র আইজি সিআইএফ পদে নিয়ে আসা হল, জ্ঞানবন্ত সিংহকে ডিরেক্টরেট অফ সিকিউরিটির এডিজি করা হল। মনোজ ভার্মাকে কয়েকদিন আগেই কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে স্থলাভিষিক্ত করা হয়। রাজ্য প্রশাসনের তরফে অবশ্য একে রুটিন বদলি হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে। তবে ভোট যত এগিয়ে আসছে প্রশাসনিক পদে নিয়মিত বদল দৈনন্দিন ঘটনা হয়ে উঠছে। কিছুদিন আগেই একগুচ্ছ আইপিএস অফিসারকে বদলি করেছিল নবান্ন। মূলত নির্বাচন এবং আইনশৃঙ্খলার কথা মাথাই রেখেই এই বদলি করা হয়েছিল বলে মত বিশেষজ্ঞ মহলের।

মনোজ ভার্মা আগে বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ছিলেন। ২০১৯ সালের জুন মাসে ভাটপাড়ায় অশান্তির ঘটনার পর তাঁকে বারাকপুর কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়। কিছুদিন আগেই তাঁকে বদলি করা হয়েছিল সিআইএফ-র আইজি পদে।

Next Article