নদিয়া: অঙ্গনওয়াড়ি বাথরুমে কাছে বোমা ঘিরে জোর চাঞ্চল্য। খবর জানাজানি হতেই আতঙ্কিত স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয়েছে পুলিশে। ঘটনাস্থলে পৌঁছেছে কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, এই বর্তমানে এলাকা ঘিরে রেখেছেন পুলিশ আধিকারিকরা। তাঁদের প্রাথমিক অনুমান, ব্যাগের মধ্যে প্রায় ১৭টি তাজা বোমা রয়েছে। বোমাগুলি উদ্ধারের জন্য ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়্যাডকে। এ দিকে, বোমার খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্কে রয়েছেন মানুষ।
নদিয়ার ভালুকা আনন্দবাস বিশ্বাস এলাকায় অবস্থিত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিী। সোমবার সকালে ভোরবেলা সাড়ে ছ’টা নাগাদ প্রথম এক কিশোরী দেখতে পান বোমাগুলি। দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বোমস্কোয়্যাডকে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের বাড়ির সামনেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে। পাশের বাড়ির মেয়ে দেখেছে। তারপর লোকজন জড়ো করলাম। কটা বোমা আছে ঠিক বলতে পারব না। আতঙ্কে রয়েছি। যদি ব্লাস্ট হয়ে যায় কী হবে।”