AIIMS: এমসে পুত্রবধূর চাকরি, বিধায়কের বাড়িতে যাচ্ছে সিআইডি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 15, 2022 | 1:59 PM

AIIMS: এই তালিকায় রয়েছেন বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষ ধর এবং নীলাদ্রিবাবুর মেয়ে মৈত্রী দানাও। তাঁদের বিরুদ্ধেও এমনই অভিযোগ উঠেছে।

AIIMS: এমসে পুত্রবধূর চাকরি, বিধায়কের বাড়িতে যাচ্ছে সিআইডি
কল্যাণী এইমস (ফাইল ছবি)

Follow Us

কল্যাণী: AIIMS নিয়োগ দুর্নীতি মামলায়  চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছেন সিআইডি আধিকারিক। বৃহস্পতিবারই নদিয়ায় হরিণঘাটার জাগুলিতে বঙ্কিমবাবুর বাড়িতে যাচ্ছেন আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাবশালীদের সুপারিশে তিনি চাকরি পেয়েছেন। এই তালিকায় রয়েছেন বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষ ধর এবং নীলাদ্রিবাবুর মেয়ে মৈত্রী দানাও। তাঁদের বিরুদ্ধেও এমনই অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগ উঠেছে রাজ্যের দুই সাংসদ ও দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে। কল্যাণী থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ও বাঁকুড়ার বিধায়কের মেয়েকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, “অভিযোগ হয়েছে, তদন্ত হবে। আদালত যে নির্দেশ দেবে তা মেনে নিতে হবে। তবে অভিযোগ ভিত্তিহীন ও গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র।”

উল্লেখ্য, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ ও কল্যাণী এইমসের এক্সেকিউটিভ ডিরেক্টর রামজি সিং সহ মোট ৮ জনের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রির নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগে তদন্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মৈত্রীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা।

Next Article