নদিয়া: টিউশন পড়তে আসা দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার চাকদা থানা এলাকায়। অভিযোগ, এলাকার ওই গৃহ শিক্ষকের কাছে পড়তে আসে বছর দশেকের দুই ছাত্রী। সেই সময়েই ওই দুই ছাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায় এলাকায়। ওই গৃহশিক্ষকের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। এদিকে ততক্ষণে বাড়ি থেকে উধাও অভিযুক্ত শিক্ষক। বিক্ষোভকারীদের দাবি, এলাকা থেকে বেপাত্তা ওই শিক্ষক।
এই গোলামালের খবর পৌঁছে যায় চাকদা থানাতেও। থানা থেকে বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। সেই সময় পুলিশকর্মীদেরও একপ্রস্থ বিক্ষোভের মুখে পড়তে হয়। কেন বাচ্চাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশকর্মীদের প্রশ্ন করতে থাকেন অভিভাবকরা। পুলিশকর্মীরাও বার বার বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। পুলিশের তরফে তাঁদের জানানো হয়, অভিযোগ লিখিত আকারে জমা দেওয়ার জন্য। অভিযোগ জমা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন পুলিশকর্মীরা।
এক ছাত্রীর মায়ের দাবি, ওই শিক্ষক একাধিকবার এই ঘটনা ঘটিয়েছে দুই ছাত্রীর সঙ্গে। আজকের ঘটনার আগেও বেশ কয়েকদিন ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলে অভিযোগ তোলা হচ্ছে। এদিকে বুধবারের এই ঘটনার পর চাকদা থানার পুলিশ ওই শিক্ষকের স্ত্রীকে আটক করেছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ঠিক কী ঘটেছিল, তা বোঝার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।