নদিয়া: কাজ থেকে বাড়ি ফিরছিলেন শ্রমিক। পথে প্রস্রাব পেয়ে যায়। এবার মূল বিসর্জন করতে গিয়ে বলের মতো কিছু ঠেকে। তাতে পা পড়তেই বিস্ফোরণ। পরে জানা গেল সেখানে পড়েছিল বোমায়। নদিয়ার কোতোয়ালি থানার শক্তিনগর এলাকার ঘটনা।
জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে জখম হয়েছিলেন ওই যুবক। তিনি পেশায় শ্রমিক। তবে নাম এখনও জানা যায়নি। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তারা সেখানে গিয়ে দেখেন আরও একটি বোমা পড়ে রয়েছে। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ। শক্তিনগর থানার পুলিশ পৌঁছে আহত যুবককে উদ্ধার করে।
সূত্রের খবর, শক্তিনগর এলাকায় একটি বাড়িতে দিনমুজুর হিসেবে কাজ করছিলেন ওই যুবক। স্থানীয় একটি ক্লাবের পাশে ফাঁকা জায়গায় তিনি বাথরুম করতে গিয়েছিলেন। সেই সময় বলের মতো দুটি জিনিস পড়ে থাকে। তাতে পা পড়তেই বিস্ফোরণ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা হঠাৎ করে একটা বিকট আওয়াজ পাই। চারিদিকে ধোয়া হয়ে গেছে। এবার এক রাজমিস্ত্রি বাথরুম করতে গিয়ে সেটি হাত বা পা দিয়ে সরিয়েছে। ব্যাস তখনই ফেটে গিয়েছে সেটি।”