Nadia: এবার শিক্ষক নয়, সিভিক পুলিশে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, TMC নেতার বিরুদ্ধে থানায় প্রতারিত পরিবার

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 02, 2023 | 5:15 PM

Nadia: সূত্রের খবর, চলতি বছরের ২৫ এপ্রিল ফুলিয়া হসপিটাল পাড়া এলাকার বাসিন্দা এক যুবককে সিভিক পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন এলাকার সভাপতি সুপ্রভাত সরকার। অভিযোগ, তিনি দু'দফায় মোট পঞ্চাশ হাজার টাকা নেন।

Nadia: এবার শিক্ষক নয়, সিভিক পুলিশে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, TMC নেতার বিরুদ্ধে থানায় প্রতারিত পরিবার
অভিযুক্ত তৃণমূল নেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: সিভিক পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতা। তার পরিবর্তে চেয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা। সেই মতো টাকাও দিয়েছিল পরিবার। কিন্তু চাকরি হয়নি। শেষে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় গেল প্রতারিত পরিবার। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন প্রতারিত পরিবার। অভিযোগ অস্বীকার অভিযুক্তর।

সূত্রের খবর, চলতি বছরের ২৫ এপ্রিল ফুলিয়া হসপিটাল পাড়া এলাকার বাসিন্দা এক যুবককে সিভিক পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন এলাকার সভাপতি সুপ্রভাত সরকার। অভিযোগ, তিনি দু’দফায় মোট পঞ্চাশ হাজার টাকা নেন। তবে দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চান ওই পরিবার। তবে এরপর পরিবারকে হুমকি দেয় ওই তৃণমূল নেতা। এমনটাই অভিযোগ।

আর এরপরই ফুলিয়া ফাঁড়িতে তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবকের পরিবার। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলিয়া ফাঁড়ির পুলিশ। অন্যদিকে গোটা বিষয়টিকে নিয়ে সরব হয়েছে বিজেপি। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই তৃণমূল নেতা বলেছেন, “আমি জন্মলগ্ন থেকে তৃণমূল করি। সেইদিন থেকে আজ পর্যন্ত আমার নামে এই অভিযোগ কেউ করেনি। যদি এই কাজ আমি প্রমাণ করতে পারে প্রশাসন যা শাস্তি দেবে মেনে নেব।”

Next Article