নদিয়া: বুধবার রাজ্যের প্রায় সর্বত্র পালিত হচ্ছে জামাইষষ্ঠী। শ্বশুরবাড়িতে জামাইদের আপ্যায়ন করার রীতি রয়েছে এই ষষ্ঠীতে। সদ্য বিয়ে করা কৃষ্ণনগরের তাপস বিশ্বাসেরও এদিন শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল। প্রথমবার জামাইষষ্ঠী বলে কথা, তাই শ্বশুরবাড়িতেও শুরু হয়েছিল তোড়জোড়। আয়োজনের কোনও খামতি ছিল না। কিন্তু জামাইষষ্ঠীতে যাওয়ার আগেই সব শেষ। স্নান করতে গিয়ে মৃত্যু হল যুবকের।
জামাইষষ্ঠীর আগের দিনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তাপস বিশ্বাস নামে ওই যুবকের। বাড়ির টিউবওয়েলে স্নান করতে গিয়েছিলেন তিনি। কৃষ্ণনগরের ঘূর্ণির হরনগর এলাকার ঘটনা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
২৪ বছরের ওই যুবকের সদ্য বিয়ে হয়েছিল। তার আগেই এই মর্মান্তিক ঘটনা। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই যুবকের বাড়িতে টিউবওয়েলের সঙ্গে মোটর লাইনের সংযোগ ছিল। তাতেই কোনও যান্ত্রিক ত্রুটির কারণে কলের বডি কারেন্ট হয়ে যায়। সেই সময়েই স্নান করার জন্য কল টিপতে যান ওই যুবক। তখনই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যান। যখন বাড়ির লোকজন বুঝতে পারেন, ততক্ষণে যুবকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
অবস্থা বুঝতে পেরেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় কোতোয়ালি থানার পুলিশ।