AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF News Update: এই কালো প্যাকেটেই লুকিয়েছিল সবটা, বাঁধন খুলেই চোখ কপালে BSF-এর

BSF News: প্যাকেটের ভেতরে বিভিন্ন আকারের চারটি সোনার টুকরো পাওয়া যায়। এই সোনার মোট ওজন ৪৩৯.২৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লক্ষ ৪০ হাজার ৬১৫ টাকা।

BSF News Update: এই কালো প্যাকেটেই লুকিয়েছিল সবটা, বাঁধন খুলেই চোখ কপালে BSF-এর
এই প্যাকেটেই যত রহস্যImage Credit: oiMassimiliano Finzi/Moment/Getty Images
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 8:07 PM
Share

নদিয়া: ঝোপের মধ্যে একটা কালো প্যাকেট পড়েছিল। সেই প্যাকেট খুলতেই বিএসএফ (BSF) জওয়ানরা বুঝে যান তাঁরা যা ভেবেছিলেন তাই। কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। সেই কালো প্যাকেট থেকে বেরল প্রচুর সোনা। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে।

বিএসএফ সূত্রে খবর, আধা সেনার জওয়ানরা আগেই খবর পেয়েছিলেন বৈজনাথপুর সীমান্ত দিয়ে সোনা পাচার হতে পারে। সেই মতোই তল্লাশি চালান তাঁরা। দীর্ঘক্ষণ ধরে চলে সেই তল্লাশি অভিযান। আর তারপরই বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৫০ মিটার দূরে ঝোপের মধ্যে লুকনো অবস্থায় একটি কালো প্যাকেট উদ্ধার করতে সফল হন তাঁরা।

প্যাকেটের ভেতরে বিভিন্ন আকারের চারটি সোনার টুকরো পাওয়া যায়। এই সোনার মোট ওজন ৪৩৯.২৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লক্ষ ৪০ হাজার ৬১৫ টাকা। এ প্রসঙ্গে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেন,”এই ধরনের সাফল্য আমাদের জওয়ানদের প্রতিশ্রুতি এবং দক্ষতার প্রমাণ।” একই সঙ্গে এই পাচার বন্ধ রোধে একটি নম্বর দেন তিনি। সাধারণ মানুষকে বিএসএফের ‘সীমা সাথী’ হেল্পলাইন নম্বর ১৪৪১৯-এ অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭-এ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে এলাকার বেআইনি পাচার রোধ করার পরামর্শ দেন তিনি।