নদিয়া: ফেসবুকে পরিচয়। সেখান থেকেই বন্ধুত্ব। তবে সেই বন্ধুত্বে আচমকাই ফাটল দেখা দেয়। অভিযোগ, এরপরই ভিন রাজ্যের ওই যুবক তরুণীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। শান্তিপুরের ওই ছাত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। চেন্নাই থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। সাইবার ক্রাইম বিভাগ তাঁকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি অসমে। বৃহস্পতিবার ধৃতকে বিমানে চেন্নাই থেকে রাজ্যে নিয়ে আসা হয়। রানাঘাট আদালতে তোলা হয় তাঁকে। ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে খবর, অসমের ওই যুবকের বয়স ২৬ বছর। কর্মসূত্রে চেন্নাইয়ে থাকেন তিনি। শান্তিপুরের তরুণীর সঙ্গে ফেসবুকে আলাপ হয়। সেখান থেকে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সে সম্পর্কে ফাটল ধরতেই বিপত্তি হয়। ওই তরুণী তাঁকে জানিয়ে দেন, আর তিনি বন্ধুত্ব রাখতে চান না।
অভিযোগ, এরপর বিভিন্ন নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন অভিযুক্ত যুবক। নতুন করে বন্ধুত্ব তৈরির জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। এরপরই ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় ওই তরুণী সম্পর্কে খারাপ মন্তব্য ও আপত্তিকর ছবি পোস্ট করতে থাকেন বলে অভিযোগ।
এরপরই তরুণী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তভার নেয় নদিয়া রানাঘাট সাইবার ক্রাইম বিভাগ। শান্তিপুর থানা ও সাইবার ক্রাইম বিভাগের একটি বিশেষ টিম চেন্নাই গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এদিন বিমানে অভিযুক্তকে নিয়ে রানাঘাট আদালতে পৌঁছয় পুলিশ।