Smart Hat: সৌরশক্তিতে চলবে পাখা, বাজবে গান, জ্বলবে আলো, স্মার্ট টুপি তৈরি করে চমক নদিয়ার শিক্ষকের

Smart Hat: সৌরশক্তিকে কাজে লাগিয়ে এর আগেও বিভিন্ন উপকরণ তৈরি করে তাক লাগিয়েছেন শুভময়। এবার তিনি তৈরি করে ফেলেছেন অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট হ্যাট। শুভময় জানাচ্ছেন এই টুপিতে রয়েছে একাবের পাঁচ আধুনিক ফিচার্স।

Smart Hat: সৌরশক্তিতে চলবে পাখা, বাজবে গান, জ্বলবে আলো, স্মার্ট টুপি তৈরি করে চমক নদিয়ার শিক্ষকের
এই টুপি নিয়ে শুরু হয়েছে শোরগোল Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 18, 2024 | 7:03 PM

নদিয়া: চাষের কাজের সময় আর করবে না গরম, আচমকা কোনও পোকামাকড় এসে গেলেও মিলবে রক্ষা, এমনকি রাতের কাজের সুবিধার্ধে জ্বলবে আলো, শোনা যাবে গান, কথা বলা যাবে বাড়ির সঙ্গে। ভাবছেন কোন জিনিসের কথা হচ্ছে? কথা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এক টুপি নিয়ে। চলবে সৌরশক্তিতে। বাংলাতেই তৈরি হয়েছে এই বিশেষ জিনিস। তৈরি করেছেন নদিয়ার হাঁসখালি থানার বগুলার শুভময় বিশ্বাস। তিনি পেশায় স্কুল শিক্ষক। 

সৌরশক্তিকে কাজে লাগিয়ে এর আগেও বিভিন্ন উপকরণ তৈরি করে তাক লাগিয়েছেন শুভময়। এবার তিনি তৈরি করে ফেলেছেন অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট হ্যাট। শুভময় জানাচ্ছেন এই টুপিতে রয়েছে একাবের পাঁচ আধুনিক ফিচার্স। প্রখর রোদের হাত থেকে রেহাই পেতে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কুলিং পাখা। রাতের অন্ধকারে কাজের জন্য লাগানো রয়েছে উজ্জ্বল আলো। বিনোদনের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে গান শোনার জন্য মাইক্রোচিপ। একইসঙ্গে এক মিটারের মধ্যে যদি কোন পোকামাকড় চলে আসে তাহলেও মিলবে রেহাই। টুপিতে বের হওয়া আল্ট্রাসনিক তরঙ্গের কারণে তারা কাছে ঘেঁষতে পারবে না। 

একইসঙ্গে শুভময় জানাচ্ছেন এই স্মার্ট টুপিতে রয়েছে রেডিয়ো ওয়েব ফ্রিকোয়েন্সি। তার মাধ্যমে দুই থেকে তিন কিলোমিটার দূরে থাকলেও বাডডির লোকজনের সঙ্গে কথা বলে নেওয়া যাবে। শুভময় বলছেন, এই নতুন প্রযুক্তিতে বলীয়ান টুপি তৈরি করতে তাঁর একমাসের কাছাকাছি সময় লেগেছে। তবে এটা এখনই বাজারে মিলবে না। তৈরি হয়েছে পরীক্ষামূলকভাবে। ভবিষ্যতে কীভাবে তা সুলভ মূল্য কৃষকদের হাতে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন শুভময়।