Murder in Nadia: মদের আসরে বচসা, ধারালো অস্ত্রের কোপ বাবা-ছেলেকে! ঘটনাস্থলেই মৃত্যু প্রৌঢ়র

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 30, 2022 | 12:06 AM

Murder in Nadia: ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জোরকদমে ঘটনার তদন্ত শুরু করছে ধুবুলিয়া থানার পুলিশ।

Murder in Nadia: মদের আসরে বচসা, ধারালো অস্ত্রের কোপ বাবা-ছেলেকে! ঘটনাস্থলেই মৃত্যু প্রৌঢ়র
ছবি - ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়

Follow Us

শক্তিনগর: মদের আসরে বচসা জেরে ধারালো অস্ত্রের কোপ বাবা-ছেলেকে (Murder in Nadia)। ঘটনাস্থলেই মৃত্যু বাবার। সোমবার রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ধুবুলিয়া থানার টিবি হাসপাতালের কোয়ার্টারের কাছে। বাবার মৃত্যুর পরেই আশঙ্কাজনক অবস্থায় ছেলেকে ভর্তি করা হয় জেলা হাসপাতালে। মৃত ব্যক্তির নাম অশোক ডোম (৫০)। সূত্রের খবর, এদিন জনৈক দেবাশিস সেনের সঙ্গে বচসা হয় অশোক ডোমের। অশোকবাবুকে মারধরেরও অভিযোগ উঠেছে দেবাশিসের বিরুদ্ধে। বচসা চলাকালীন অশোক ডোমের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকেন অভিযুক্ত দেবাশিস। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন অশোকবাবু। 

অভিযোগ, বাবাকে বাঁচাতে গেলে তাঁর ছেলের উপরেও ওই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন দেবাশিস। এদিকে ততক্ষণে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অশোক ডোম। তাঁদের আর্ত চিৎকার শুনে ততক্ষণে এলাকায় ভিড় জমে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলে ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশেও দায়ের হয় অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জোরকদমে ঘটনার তদন্ত শুরু করছে ধুবুলিয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত দেবাশিসের সঙ্গে পুরনো বিবাদ ছিল অশোকের। মদের আসরে তা নিয়ে কথা কাটাকাটির রেশ ধরেই চরমে ওঠে বচসা। তখনই ধারালো অস্ত্র নিয়ে অশোকের উপর চড়াও হন দেবাশিস। 

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অজিত হাঁসমল বলেন, “আমি তখন বাড়ি যাচ্ছি। তখন শুনি কেউ মার্ডার হয়ে গিয়েছে। তারপরই খোঁজ নিয়ে শুনি অশোক খুন হয়েছে। ওর ছেলেকেও খুনের চেষ্টা করা হয় বলে শুনি। তখনই আমরা গিয়ে ঘটনাস্থলে গিয়ে অশোকের ছেলে অমর ডোমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। ওরা বাবা ছেলে দুজনেই সাফাই কর্মীর কাজ করত।” 

Next Article