Krishnanagar: এই চপ্পলের ভিতর লুকিয়ে যত রহস্য, কৃষ্ণনগরে BSF যা পেল মাথায় হাত
BSF: জানা যাচ্ছে, সীমান্তরক্ষী বাহিনীর কাছে আগেই তথ্য আসে সোনা পাচারের। সেই মতো তারা একটি বিশেষ দল গঠন করে। সকাল ১০টার দিকে জওয়ানরা মহিষবাথান এলাকায় একটি বাস দেখতে পান।

নদিয়া: করিমপুর থেকে কৃষ্ণনগর যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই একে-একে বাসে উঠতে শুরু করেন বিএসএফ জওয়ানরা। লাগাতার চলে তল্লাশি। গোটা বাস ঘেঁটে ফেলেন তাঁরা। তারপরই দুই পাচারকারীকে গ্রেফতার। অভিযুক্তরা সোনা পাচারের সঙ্গে যুক্ত। বিএসএফ কোথা থেকে এই সোনা উদ্ধার করল জানেন?
জানা যাচ্ছে, সীমান্তরক্ষী বাহিনীর কাছে আগেই তথ্য আসে সোনা পাচারের। সেই মতো তারা একটি বিশেষ দল গঠন করে। সকাল ১০টার দিকে জওয়ানরা মহিষবাথান এলাকায় একটি বাস দেখতে পান। তার মধ্যে উঠতে শুরু করেন। তারপর শুরু হয় তল্লাশি। এরপর দুই পাচারকারিকে গ্রেফতার করে তারা। ধৃতদের চপ্পল থেকে ২টি মোবাইল ফোন এবং ৭টি সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনা ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত সোনার মোট ওজন ১০৩০.৭২০ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১,০৫,৭৫,১৮৭/- টাকা।
এ প্রসঙ্গে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা জওয়ানদের প্রশংসা করেন। একই সঙ্গে বিএসএফ-এর তরফে একটি ফোন নম্বর দেওয়া হয়। ‘সীমা সাথী’ হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭-এ পাচার সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার কথা বলা হয়।


