Kalyani: আদালত চত্বরে স্ত্রীর পেটে ছুরি ঢোকালেন স্বামী

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 25, 2024 | 12:35 PM

Nadia: জানা গিয়েছে, নদিয়ার চাকদার বাসিন্দা ওই দম্পতির মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। মঙ্গলবার তারা কল্যাণী মহকুমার আদালতে আসে। কয়েকদিন আগে তাঁর স্ত্রী পালিয়ে যায় অন্য এক পুরুষের সঙ্গে।। স্বামী অভিযোগ দায় করে থানায়। পুলিশ ওই মহিলাকে খুঁজে করে কল্যাণী মহকুমার আদালতে পাঠায়।

Kalyani: আদালত চত্বরে স্ত্রীর পেটে ছুরি ঢোকালেন স্বামী
নদিয়ায় স্ত্রীকে খুনের চেষ্টা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কল্যাণী: আদালতের সামনে স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জহরলাল নেহেরু মেডিক্যাল হাসপাতালে। স্ত্রীর চিৎকারের আদালত চত্বরে ছুটে আসেন লোকজন। অভিযুক্তকে ধরে ফেলে জনতা। ঘটনাটি কল্যাণী মহকুমার আদালতের সামনে।

জানা গিয়েছে, নদিয়ার চাকদার বাসিন্দা ওই দম্পতির মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। মঙ্গলবার তারা কল্যাণী মহকুমার আদালতে আসে। কয়েকদিন আগে তাঁর স্ত্রী পালিয়ে যায় অন্য এক পুরুষের সঙ্গে।। স্বামী অভিযোগ দায় করে থানায়। পুলিশ ওই মহিলাকে খুঁজে করে কল্যাণী মহকুমার আদালতে পাঠায়।

আজ ওই মহিলা তাঁর পরিবারকে নিয়ে আদালতে ছেড়ে বাড়িতে ফেরছিলেন। সেই সময় আদালতের সামনে টোটোতে উঠতে গেলে তখন তাঁর স্বামী ছুরি ধরে গলায়। পরিবারের সবাই বাধা দিতে গেলে মহিলার পেটে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। ওই মহিলা চিৎকার শুনে এলাকার মানুষ অভিযুক্ত স্বামীকে ধরে ফেলেন। কল্যাণী থানার পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই মহিলা।

Next Article