Nadia: মায়ের ওড়না নিয়ে খেলার সময় গলায় ফাঁস, মৃত্যু ৮ বছরের নাবালকের

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 23, 2024 | 11:43 PM

Nadia: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাঁসখালি থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামে। মৃতের নাম সন্দীপ সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক সোমবার নিজের ঘরে মায়ের ওড়না নিয়ে খেলা করছিল। সেই সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে যায়।

Nadia: মায়ের ওড়না নিয়ে খেলার সময় গলায় ফাঁস, মৃত্যু ৮ বছরের নাবালকের
নদিয়ায় মর্মান্তিক ঘটনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাঁসখালি: নিজের মনেই খেলা করছিল আট বছরের নাবালক। হাতে ছিল মায়ের ওড়না। সেই ওড়না জড়িয়েই খেলছিল সে। তবে তখনই ঘটল মর্মান্তিক ঘটনা। খেলতে-খেলতে গলায় ফাঁস লেগে মৃত্যু হল আট বছরের নাবালকের।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাঁসখালি থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামে। মৃতের নাম সন্দীপ সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক সোমবার নিজের ঘরে মায়ের ওড়না নিয়ে খেলা করছিল। সেই সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে যায়। পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় খাট থেকে ঝুলছে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া।

প্রতিবেশী অলোক বিশ্বাস বলেন, “ও বাড়িতে একাই খেলা করছিল। সঙ্গে মোবাইল ছিল। শুনছি সেই সময় ওড়নায় ফাঁস লেগে গিয়েছে। বিষয়টি শোনার পরই আমরা ওকে নিয়ে চলে আসি। তখনই ডাক্তারবাবু বললেন আর নেই।”

Next Article