Kalyani University: লাগাতার বিক্ষোভ TMC শিক্ষক সংগঠনের, ইস্তফা দিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 12, 2024 | 8:28 PM

Kalyani University:বিগত বেশ কয়েকদিন উত্তপ্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়। বেশ কয়েক দফা দাবি নিয়ে তৃণমূল শিক্ষক সংগঠন  আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের পদত্যাগের দাবিতে তার ঘরের সামনে অবস্থান বিক্ষোভেও বসেছে।

Kalyani University: লাগাতার বিক্ষোভ TMC শিক্ষক সংগঠনের, ইস্তফা দিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অমলেন্দু ভুঁইঞা, প্রাক্তন উপাচার্য
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কল্যাণী: পদত্যাগ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু ভুঁইঞা। ফ্যাক্সের মাধ্যমে পদত্যাগ পত্র পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। শিক্ষাঙ্গনে লাগাতার আন্দোলনের জেরেই তাঁর এই পদত্যাগ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি উপাচার্য। তিনি বলেন, “আমি তো কোনও কারণই লিখিনি। আমি শুধু বলেছি আপনি দায়িত্ব দিয়েছিলেন। আমি ছেড়ে দিয়েছি।”

বিগত বেশ কয়েকদিন উত্তপ্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়। বেশ কয়েক দফা দাবি নিয়ে তৃণমূল শিক্ষক সংগঠন  আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর ঘরের সামনে অবস্থান বিক্ষোভেও বসেছে তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নেমে যাওয়া, স্থায়ী কর্মচারীদের প্রমোশন, অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে উপাচার্যের পদত্যাগের পক্ষে সরব হয় তৃণমূল। এরপর আজ উপাচার্যের অফিস ঘরের তালা মেরে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা। তাদের সাফ দাবি, যতক্ষণ না পদত্যাগ করবেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এরপরই সন্ধেয় নাগাদ পদত্যাগ পত্র পাঠান উপাচার্য।

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইয়াসিন জামান বলেন, “উনি বলেছেন আন্দোলনের কাছে নত হয়ে রাজ্যপালকে ইস্তফা পাঠিয়েছেন। তাই আজকের মতো আন্দোলন বন্ধ করলাম। কিন্তু ইস্তফাপত্র রাজ্যপাল গ্রহণ না করলে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব।”

 

 

Next Article