Nadia: জেঠুকে খুন, ভাইপোকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2024 | 8:49 PM

Nadia: সালটা ২০২২। জেঠাকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছিল ভাইপোর বিরুদ্ধে। সেই ঘটনার আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করল নদিয়ার রানাঘাট ফার্স্ট ট্রাক কোর্ট। অপরাধীর নাম বিজয় সরকার।

Nadia: জেঠুকে খুন, ভাইপোকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
ভাইপোকে বড় নির্দেশ আদালতের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: আমবাগানে ফেলে জেঠাকে হাঁসুয়ার কোপ। এলোপাথাড়ি খুন। সেই ঘটনায় অভিযুক্ত ভাইপোকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল রানাঘাট ফাস্টট্রাক কোর্ট।

সালটা ২০২২। জেঠাকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছিল ভাইপোর বিরুদ্ধে। সেই ঘটনার আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করল নদিয়ার রানাঘাট ফার্স্ট ট্রাক কোর্ট। অপরাধীর নাম বিজয় সরকার। ঘটনার পরে বাবাকে হারানোর যন্ত্রণায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল মৃত নিরঞ্জন সরকারের ছেলে অজয় সরকার। সেই ঘটনারই বিচার হল আজ।

প্রসঙ্গত, ২০২২ সালে আলোড়ন পড়ে গিয়েছিল নদিয়ার ফুলিয়ার দিব্যডাঙা এলাকায়। অভিযোগ উঠেছিল, জমি সংক্রান্ত বিবাদের জেরে নিজের জেঠাকে কুপিয়ে খুন করেছে তাঁরই ভাইপো বিজয়। এরপর দু’দিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল সে। তবে এতে হয়নি লাভ। পুলিশ খুঁজে বের করে তাকে গ্রেফতার করে। এরপর আন্ডার সেকশন ৩০২ আইপিসি ধারায় মামলা রুজু হয়। আর সেই মামলার শুনানি ছিল সোমবার। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার রানাঘাট ফাস্ট ট্রাক কোর্ট দোষীকে যাবজ্জীবন সাজা দেয়। এই ঘটনার প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, “তৎকালীন সময়ে কেসের দায়িত্বে যে পুলিশ আধিকারিকরা ছিলেন তারা নিরলস পরিশ্রম করেছেন। তার জন্যই খুব অল্প সময়ের মধ্যে দোষীর শাস্তি হয়েছে।”

 

Next Article