নদিয়া: ৮ বছর আগের খুনের ঘটনা ১৯ জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালত। ২০১৫ সালে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে খুন হন তিনজন। সেই ঘটনার তদন্তভার ছিল সিআইডি-র হাতে। আট বছর ধরে মামলা চলার পর গত শুক্রবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। মঙ্গলবার তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। কৃষ্ণনগর জেলা আদালতের বিচারপতি আশুতোষ কুমার সিং ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন।
২০১৫ সালের ঘটনা। নদিয়ার কালিগঞ্জ থানার জুড়ানপুর গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় একাধিক গ্রামবাসীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় ও তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ২০১৫ সালের মে মাসে ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে, গোষ্ঠীর বিবাদের জেরে সালিশিসভা বসেছিল। তারপরই সংঘর্ষ শুরু হয় দু পক্ষের।
সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়। দু পক্ষের সাক্ষ্যগ্রহণ চলে। অবশেষে সাজা ঘোষণা করল আদালত। দোষী সাব্যস্তদের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়ার পাশাপাশি ঘটনায় মৃতদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় অভিযুক্ত আরও কয়েকজন পলাতক বলে জানিয়েছে পুলিশ।