Medical Negligence allegation against hospital: ‘গর্ভস্থ সন্তান ভাল রয়েছে’, চিকিৎসকের আশ্বাস বাণীর পরও দেখা হল না পৃথিবীর আলো
Medical Negligence allegation against hospital: নবদ্বীপ ১ নম্বর গৌরাঙ্গ কলোনি এলাকার বাসিন্দা রিমা বিশ্বাস দাস। তিনি গত শনিবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন। সেই সময় কর্তব্যরত চিকিৎসক ওই প্রসূতিকে দেখে বলেন, মা ও বাচ্চা দুজনই সুস্থ আছে। হঠাৎ মঙ্গলবার রাতে ওই প্রসূতি মহিলার পরিবারকে জানানো হয় যে, গর্ভাবস্থায় শিশুটি মারা গিয়েছে।
নবদ্বীপ: গর্ভাবস্থায় শিশুর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। সরকারি হাসপাতালে ভর্তির পর ওই প্রসূতির কোনও চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ। এরপর গর্ভাবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি নদিয়ার নবদ্বীপ স্টেস্ট জেনারেল হাসপাতালের।
নবদ্বীপ ১ নম্বর গৌরাঙ্গ কলোনি এলাকার বাসিন্দা রিমা বিশ্বাস দাস। তিনি গত শনিবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন। সেই সময় কর্তব্যরত চিকিৎসক ওই প্রসূতিকে দেখে বলেন, মা ও বাচ্চা দুজনই সুস্থ আছে। হঠাৎ মঙ্গলবার রাতে ওই প্রসূতি মহিলার পরিবারকে জানানো হয় যে, গর্ভাবস্থায় শিশুটি মারা গিয়েছে এবং তাড়াতাড়ি সিজার করতে হবে।
রোগীর পরিবারের অভিযোগ, প্রসূতিকে হাসপাতালে ভর্তি রেখে কোনওরকম চিকিৎসা করা হয়নি। এই জন্য গর্ভাবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনা ঘটার পর নবদ্বীপ হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর প্রসূতি মহিলার পরিবার নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ জমা করেন।
গর্ভাবস্থায় সন্তানের মৃত্যু হওয়ায় শোকে মূহ্যমান প্রসূতি। মহিলার স্বামী দীপঙ্কর বিশ্বাস হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হয়নি বলে তিনি অভিযোগ করলেন। তাঁর বক্তব্য, গর্ভস্থ সন্তান ভাল আছেন বলে জানিয়েছিলেন ডাক্তারবাবু। তাহলে হঠাৎ করে তার মৃত্যু হল কী করে? চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন তিনি।