Nadia: জ্বলছে বাংলাদেশ, বেড়া পেরিয়ে এপারে ৯০ লক্ষের সোনা ফেলে পালালেন ওঁরা

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 02, 2024 | 3:31 PM

Basirhat: দু'জন পাচারকারি  সোনার বার নিয়ে বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত বেড়ার কাছে এসে পৌঁছেছিল। কিন্তু নাটনার ৫৬ নম্বর ব্যাটেলিয়নের কাছে আগে থেকেই খবর ছিল।

Nadia: জ্বলছে বাংলাদেশ, বেড়া পেরিয়ে এপারে ৯০ লক্ষের সোনা ফেলে পালালেন ওঁরা
সীমান্তে সোনা উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া:  বেড়ার কাছে পৌঁছে গিয়েছিলেন দু’জনে। সেখানে ইতঃস্তত ঘোরাফেরা করছিলেন। খবর পৌঁছে গিয়েছিল বিএসএফের কাছে। যদিও বিএসএফের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় দুই পাচারকারি।  উদ্ধার হয় প্রায় ৯০ লক্ষ টাকার সোনা। দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার ফাঁড়ি নাটনায় ৫৬ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফের জওয়ানরা সোনা পাচারকারীকে ধাওয়া করে। নদিয়ার আন্তর্জাতিক সীমান্ত থেকে ১১০০ গ্রাম ওজনের ২টি সোনার বার বাজেয়াপ্ত করেছে।

জানা যাচ্ছে, দু’জন পাচারকারি  সোনার বার নিয়ে বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত বেড়ার কাছে এসে পৌঁছেছিল। কিন্তু নাটনার ৫৬ নম্বর ব্যাটেলিয়নের কাছে আগে থেকেই খবর ছিল। সেই অনুযায়ী দুই যুবকের গতিবিধির ওপর নজর রাখছিল বিএসএফ। বেড়ার কাছে পৌঁছতেই তাঁদের ধাওয়া করে বিএসএফ।

ওই দুই যুবক ভারতীয় ভূখণ্ডের ১০০ মিটার ভিতরে প্রবেশ করেছিলেন বলে বিএসএফ সূত্রে খবর । বিএসএফদের তাড়া খেয়ে পালানো সময় দুটি সোনার বার ফেলে যেতে বাধ্য হয় । যদিও দুই বাংলাদেশি বাংলাদেশের দিকে পালিয়ে যেতে সক্ষম হয় । প্লাস্টিক মোড়ানো অবস্থায় দুটি সোনার বার উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার বার তেহট্ট কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Next Article