নদিয়া: রাস্তার অবস্থা এমনিতেই শোচনীয়। তার ওপর গাড়ির গতিবেগও ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সামনে একটা ছোট গাড়ি চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। ঘটনায় আহত শিশু-সহ মোট ২৬ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থায় আশঙ্কাজনক। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে ১১ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের হরিণঘাটায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে কলকাতা যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। বিরহী বাজারের কাছে বাসের সামনে একটি গাড়ি চলে আসে। সেটাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে। লরিটি বিরহী আইসপুর পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। যাত্রীদের আর্তনাদে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে পাঠানো হয় কল্যাণী জেএনএম হাসপাতালে।
শিশু সহ ২৬ জন গুরুতর আহত হয়। তাঁদের বিরহী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে ১০ জনকে রেফার করে দেওয়া হয় কল্যাণী জে এন এম হাসপাতালে। দুর্ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।