CV Ananda Bose: মহুয়া মৈত্রকে নিয়ে প্রশ্ন রাজ্যপালকে, শুনেই বললেন…

Mahadeb Kundu | Edited By: সায়নী জোয়ারদার

Nov 09, 2023 | 9:15 PM

CV Ananda Bose: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এরপরই মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করা হয়। এদিন এথিক্স কমিটির ৬ সদস্য মহুয়ার সাংসদ পদ বাতিলের পক্ষে সমর্থন জানান। ৪ জন ভোট দেন মহুয়ার পক্ষে। তবে এথিক্স কমিটির সিদ্ধান্ত, মহুয়া যা করেছেন তা 'নীতিবিরুদ্ধ'।

CV Ananda Bose: মহুয়া মৈত্রকে নিয়ে প্রশ্ন রাজ্যপালকে, শুনেই বললেন...
রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশে সিলমোহর দিয়েছে সংসদীয় এথিক্স কমিটি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের করা অভিযোগ মেনে নিয়েছে এথিক্স কমিটি। আগামিকাল শুক্রবার এথিক্স কমিটির এই রিপোর্ট যাবে লোকপাল কমিটির কাছে। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নবদ্বীপে যান। সংস্কৃত কলেজে এক অনুষ্ঠানে যান তিনি। সেখানে তাঁকে মহুয়া মৈত্রের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাবই দিতে চাননি। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আচার্য হিসাবে এসেছি এখানে। কোনও রাজনৈতিক বক্তব্য রাখব না।”

ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এরপরই মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করা হয়। এদিন এথিক্স কমিটির ৬ সদস্য মহুয়ার সাংসদ পদ বাতিলের পক্ষে সমর্থন জানান। ৪ জন ভোট দেন মহুয়ার পক্ষে। তবে এথিক্স কমিটির সিদ্ধান্ত, মহুয়া যা করেছেন তা ‘নীতিবিরুদ্ধ’।

বৃহস্পতিবার বিকালে নবদ্বীপ ব্লকের ফকিরডাঙায় সংস্কৃত কলেজ ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পূর্ব নির্ধারিত সূচি মেনেই প্রথমে তিনি সংস্কৃত কলেজের ভিতরে যান। সেখানে তাঁকে বরণ করে নেয় কলেজ পড়ুয়ারা। সংস্কৃত কলেজের পক্ষ থেকে রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয় চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি।

Next Article