শান্তিপুর: নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকায় ফের সামনে এল ভেজাল ঘি-এর কারবার। বুধবার শান্তিপুর থানার পুলিশ ভেজাল ঘি, ডালডার কারবারের বিরুদ্ধে অভিযানে নামে। এই অভিযানে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০০-৩৫০ কেজি ভেজাল ঘি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকায় রাজু ঘোষের বাড়িতে বুধবার হানা দেয় শান্তিপুর পুলিশ। সেখানে গিয়ে পুলিশ দেখে ওই বাড়ির ভিতর রীতিমতো ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। সেখানেই তৈরি করা হচ্ছে ভেজাল ঘি। এর পাশাপাশি ভেজাল ডালডা এবং সয়াবিন তেলও উদ্ধার হয়েছে। শান্তিপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘোষপাড়ার বাড়ি থেকে ২০০-২৫০ কেজি ভেজাল ঘি এবং ১০০ কেজি ভেজাল ডালডা ও সয়াবিন তেল উদ্ধার হয়েছে। সেই সঙ্গে এ সব তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও অভিযুক্ত রাজুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর পাশাপাশি অপর একটি ভেজাল ঘি তৈরির অপর একটি কারখানাতেও হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকে ৫০-৬০ কেজি ভেজাল ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকে শ্রীপদ ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, নদিয়ার শান্তিপুর-ফুলিয়া এলাকায় বার বার সামনে আসছে ভেজার ঘি তৈরির কারবার। গত সপ্তাহেই কোতোয়ালি থানা এলাকায় ভেজার ঘি উদ্ধার হয়েছিল। দিন ১৫ আগে শান্তিপুর থানা এলাকা থেকে উদ্ধার হয়েছিল ভেজাল ঘি। বার বার পুলিশি অভিযানেও যে ভেজাল ঘি কারবার বন্ধ হয়নি, তা দেখিয়ে দিচ্ছে এই ঘটনা।