Nadia Body Recovered: শরীরে রং, জলের ধারে উপুড় হয়ে পড়ে রয়েছে দেহ! দোলের পরদিনই ভয়ঙ্কর ঘটনা

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 08, 2023 | 12:02 PM

Nadia Body Recovered: পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Nadia Body Recovered: শরীরে রং, জলের ধারে উপুড় হয়ে পড়ে রয়েছে দেহ! দোলের পরদিনই ভয়ঙ্কর ঘটনা
নদিয়ার জলের মধ্যে দেহ উদ্ধার

Follow Us

নদিয়া: জলের পাশেই পড়ে রয়েছে কিশোরীর দেহ! গায়ে রং। দোল উৎসবের পরের দিন সাত সকালে কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে রহস্য। খুন, ধর্ষণ নাকি অন্য কোনও কারণে এই ঘটনা, তদন্তে পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা। সূত্রের খবর, প্রতিদিনের মতোই স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ঠিক তখনই স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে জলের পাশে পড়ে রয়েছে একটি মৃতদেহ। ওই মৃতদেহটির কাছে যেতেই দেখা যায়, কোন এক কিশোরীর মৃতদেহ। খবর জানাজানি হতেই এলাকায় ভিড় জমান বাসিন্দারা। খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই এলাকার বাসিন্দা তুলসী প্রামানিক বলেন, “প্রতিদিনের মতোই এসে দেখতে পাই ওই কিশোরীর মৃতদেহটি পড়ে রয়েছে। তবে মনে হচ্ছে, এখানকার মেয়ে নয়। কেউ চিনতে তো পারলাম না।” ওই ওয়ার্ডের কাউন্সিলর বুলবুল সরকার বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি ওই কিশোরীর মৃতদেহ জলের পাশে পড়ে রয়েছে।” তবে এখনও পর্যন্ত ওই কিশোরীর পরিচয় জানতে পারেনি পুলিশ। আপাতত পুলিশ কিশোরীর পরিচয় জানার চেষ্টা করছে। তারপরই এই ঘটনা সম্পর্কে কোনও ক্লু হাতে পেতে পারেন তদন্তকারীরা।

দোল উৎসবের দিন ওই কিশোরী খুন হয়েছে, নাকি আত্মহত্যা করেছে, তা নিয়ে ধন্দ বাড়ছে। সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা করছেন তদন্তকারীরা। দোলের পর দিনই এইভাবে কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Next Article