নদিয়া: হোলির দিন মর্মান্তিক দুর্ঘটনা। পড়ার বন্ধু ও ভাইয়ের সঙ্গে দোল খেলছিলেন যুবক। এরপর বন্ধুদের সঙ্গে নামেন স্নান করতে। তখনই ঘটল অঘটন। স্নানে নেমে নদীতে তলিয়ে গেলেন তিনি। ঘটনাটি ঘটেছে পলাশীপাড়া থানার রাধানগর ব্রিজের নিচের জলঙ্গি নদীতে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকলে মিলে দোল খেলেন। এরপর স্থানীয় একটি নদীতে স্নান করতে যান তাঁরা। তখনই নিখোঁজ হয়ে যায় ওই যুবক। জানা গিয়ছে, তলিয়ে যাওয়া যুবকের নাম অঙ্কুর মিস্ত্রি (২৬)। তাঁর বাড়ি তেহট্ট থানার বেতাই কড়ুইগাছি রথতলা পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পলাশীপাড়া থানার পুলিশ।
সূত্রে জানা যায়, মঙ্গলবার রং খেলার পরে সন্ধ্যার আগে রাধানগর ব্রিজের নিচে সম্পর্কে দুই ভাই ও তিন বন্ধু মোট ছয় জনে মিলে নদীতে স্নান করতে নামেন। তবে এদের মধ্য অঙ্কুর সাঁতার জানতেন না। সেই কারণে হাত ফস্কে সে নদীর জলে তলিয়ে যায়। অন্য বন্ধুরা সকলে খোঁজাখুঁজি শুরু করে কিন্তূ তাঁকে উদ্ধার করতে পারেননি তারা। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পলাশীপাড়া থানার পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। রাতের অন্ধকারে তল্লাশি বেশিক্ষণ তলাশি করা সম্ভব হয়নি। এলাকায় শোকের ছায়া।