Nadia: স্ত্রীকে সন্দেহ করতেন, ডেকে নিয়ে নিয়ে কোপ মারার অভিযোগ

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 27, 2025 | 11:14 AM

Nadia: বৃহস্পতিবার সকালে রাস্তায় স্ত্রী সবেদা বিবিকে ডেকে আনেন মানিক। স্ত্রী তাঁর মায়ের কাছেই থাকতেন। অভিযোগ, আচমকাই স্ত্রীর ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।  স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ।

Nadia: স্ত্রীকে সন্দেহ করতেন, ডেকে নিয়ে নিয়ে কোপ মারার অভিযোগ
আক্রান্ত মহিলা হাসপাতালে
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: পারিবারিক বিবাদের জেরে সাত সকালে স্বামীর ধারাল অস্ত্রের কোপ স্ত্রীকে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।
ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া চন্দনপুরে। ঘটনার পর পলাতক অভিযুক্ত স্বামী মানিক শেখ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রাস্তায় স্ত্রী সবেদা বিবিকে ডেকে আনেন মানিক। স্ত্রী তাঁর মায়ের কাছেই থাকতেন। অভিযোগ, আচমকাই স্ত্রীর ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।  স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী। স্বামী কর্মসূত্রে কেরালায় থাকতেন , সন্দেহ বশত স্ত্রীকে আজ ডেকে এনে ধারালো অস্ত্রের কোপ মারে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর ক্ষত হয় তার শরীরে অংশ বিভিন্ন অংশ। তার হাতের আঙ্গুলে তিনটি কোপ লাগে । এরপর স্থানীয়রা তাকে বেথুয়াড়ি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রতিবেশীরাও জানাচ্ছেন, যেহেতু মানিক কাজের সূত্রে বাইরে থাকতেন, তাই স্ত্রী সবেদাকে সন্দেহ করতেন তিনি। এই নিয়ে আগেও তাঁদের মধ্যে ঝামেলা হয়েছে। এদিন ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে দেন বলে অভিযোগ।

Next Article