Nadia: গতিবিধি ছিল সন্দেহজনক, নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে জালে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 27, 2025 | 3:43 PM

Nadia: সম্প্রীতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে গ্রেফতার করছে একের পর এক অনুপ্রবেশকারী।

Nadia: গতিবিধি ছিল সন্দেহজনক, নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে জালে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী
গ্রেফতার তিন বাংলাদেশি
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও অভিযান জেলা পুলিশের। পুলিশের জালে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের খবর, বুধবার রাতে নদিয়ার গাংনাপুর থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। এরপর সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। পরবর্তীতে জানতে পারে ওই তিন ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের নাম জাফর মিঞা, কাজী আকাশ, কাজী মনিরুল হক।

বৃহস্পতিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারা মামলা রুজি করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ। উল্লেখ্য এর আগেও জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিনশোর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের সাহায্য করা ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজন ব্যক্তিকেও গ্রেফতার করে।

সম্প্রীতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে গ্রেফতার করছে একের পর এক অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান চলতে থাকবে লাগাতার।

প্রসঙ্গত, ছাব্বিশের নির্বাচনের আগে এমনিতেই ‘ভূতুড়ে ভোটার’ সরগরম রাজ্য রাজনীতি। বাইরে থেকে লোক ঢোকানোর অভিযোগ উঠেছে। এক্ষেত্রে নদিয়ার সীমান্তবর্তী এলাকাগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন।

Next Article