Nadia Suicide: স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের আগের দিনই দোতলার ঘরে চরম সিদ্ধান্ত স্ত্রীর, শোকস্তব্ধ গোটা পাড়া

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 17, 2022 | 4:34 PM

Nadia Suicide: মস্তিষ্ক সংক্রান্ত কিছু সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। সৌগতর বাবার মৃত্যু হয়েছে দীর্ঘদিন আগেই।

Nadia Suicide: স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের আগের দিনই দোতলার ঘরে চরম সিদ্ধান্ত স্ত্রীর, শোকস্তব্ধ গোটা পাড়া
প্রতীকী চিত্র

Follow Us

নদিয়া: স্বামীর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন তখনও বাকি। শ্রাদ্ধর ঠিক আগের দিনই স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অবসাদেই আত্মঘাতী হয়েছেন তিনি। নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কেসি দাস রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সৌগত মঠের (৩৭) মৃত্যু হয় গত ৭ জুলাই। স্বামীর আকস্মিক মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ হয়ে যান স্ত্রী। মৃতের নাম চুমকি মঠ (৩৫)।

মস্তিষ্ক সংক্রান্ত কিছু সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। সৌগতর বাবার মৃত্যু হয়েছে দীর্ঘদিন আগেই। দশ বছরের একটি মেয়ে, বৃদ্ধা মা ও স্ত্রীকে নিয়ে সংসার তাঁর।

সৌগত একটি ফাস্টফুডের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু স্বামীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন স্ত্রী। সৌগতর মা জানান, বৌমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু মানসিক অবসাদ তাঁকে ধীরে ধীরে গ্রাস করেছিল। শনিবার রাতে খাওয়ার পর মেয়েকে তার ঠাকুমার কাছে পাঠিয়ে দেন তিনি।

সকালে মাকে ডাকছিল দশ বছরের বাচ্চাটা। কিন্তু সাড়া না মেলায় সন্দেহ হয়। প্রতিবেশীরাও ততক্ষণে খবর পেয়ে যান। পরে দোতলার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন চুমকিও গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন।

খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাবা-মা দু’জনের মৃত্যুতে বাকরুদ্ধ দশ বছরের বাচ্চা মেয়েটা। বৃদ্ধা মা অসহায়। গোটা পাড়া শোকার্ত। কাউন্সিলর থেকে প্রতিবেশীরা, সকলেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Next Article