Nadia: তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছিলেন, দুই পৌরকর্মীর চাকরি যাওয়ার অভিযোগ

Nadia: গত মাসের ২৮ তারিখে গোটা রাজ্যের সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পা মিলিয়েছিলেন রানাঘাট পুরসভার দুই অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষ। তাঁরা দু'জনেই রানাঘাটের বাসিন্দা।

Nadia: তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছিলেন, দুই পৌরকর্মীর চাকরি যাওয়ার অভিযোগ
দুই পৌরকর্মীর কাজ চলে যাওয়ার অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 4:30 PM

 নদিয়া: তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিলেন। অভিযোগ, সেই কারণেই কাজ হারালেন রানাঘাটের দুই পৌরকর্মী। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়েছে বলে অভিযোগ। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত। পৌর প্রধানের বক্তব্য, তাঁরা ফাঁকিবাজ, তাই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাফাই কর্মীদের বরখাস্ত করায় এলাকায় পৌর পরিষেবা থেকে বঞ্চিত মানুষ।

গত মাসের ২৮ তারিখে গোটা রাজ্যের সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পা মিলিয়েছিলেন রানাঘাট পুরসভার দুই অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষ। তাঁরা দু’জনেই রানাঘাটের বাসিন্দা। অভিযোগ, এর পরের দিন রানাঘাট পৌরসভায় কাজে যোগ দিতে গেলে তাঁদের কাজ করতে বারণ করা হয়।

পুজোর মুখে কাজ হারিয়ে আর্থিক অনটনে দুই পৌর কর্মী। পাশাপাশি তাঁদের দায়িত্ব থাকা সাত নম্বর ওয়ার্ডে নিকাশি নালা সাফাই না হওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পৌর কর্মী ও স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর এবং বহিষ্কৃত পৌরকর্মীদের উদ্যোগে এলাকার নিকাশি নালা সংস্কারের কাজে তাঁরা নিজেরাই হাত লাগান।

কাজ হারানোর ঘটনার বিবরণ জানিয়ে স্থানীয় রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ করেন ওই পৌরকর্মীরা। এই ঘটনায় রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় বলেন, “তাঁরা কাজে ফাঁকি দেন। তাই ওই দফতর থেকে তাঁদের বসিয়ে দেওয়া হয়েছে। তিলোত্তমার এই আন্দোলনের আমরাও তো পথে নেমেছি। এটা নিয়ে রাজনীতি হচ্ছে।”