Death: পিছনে ধাক্কা ট্রেনের, রেললাইনেই খন্ড-বিখন্ড হয়ে গেল যুবকের দেহ

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 29, 2024 | 2:01 PM

Death: মৃতের নাম, সুজয় বিশ্বাস (২৬)। বাড়ি নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটার রাধাকান্তপুরে। জানা গিয়েছে,দু'দিন আগে ওই যুবক তাঁর মা ও বাবার সঙ্গে ফুলিয়ার প্রফুল্ল নগরের মেসোর বাড়িতে একটি অনুষ্ঠান উপলক্ষে বেড়াতে গিয়েছিল। রেললাইনের পাশেই মাসি-মেসোর বাড়ি।

Death: পিছনে ধাক্কা ট্রেনের, রেললাইনেই খন্ড-বিখন্ড হয়ে গেল যুবকের দেহ
নদিয়ায় যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছেন আত্মীয়রা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করতে যথা সাধ্য চেষ্টা করছিলেন তাঁর বাবা-মা। চলছিল চিকিৎসা। তবে ছেলেকে এই ভাবে সারা জীবনের মতো হারিয়ে ফেলবেন তা হয়ত কখনও কল্পনাই করেননি। আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেলেন মানসিক ভারসাম্যহীন ওই যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়ার প্রফুল্ল নগরের রেলগেটের কাছে।

মৃতের নাম, সুজয় বিশ্বাস (২৬)। বাড়ি নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটার রাধাকান্তপুরে। জানা গিয়েছে,দু’দিন আগে ওই যুবক তাঁর মা ও বাবার সঙ্গে ফুলিয়ার প্রফুল্ল নগরের মেসোর বাড়িতে একটি অনুষ্ঠান উপলক্ষে বেড়াতে গিয়েছিল। রেললাইনের পাশেই মাসি-মেসোর বাড়ি। সোমবার ওই সময় রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিল আপ শান্তিপুর শিয়ালদহ লোকাল। পরিবারের দাবি, চোখের নিমিষেই কখন যেন ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে রেললাইনের উপরে চলে যায়। এরপর ট্রেনের ধাক্কায় ওই যুবকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবার জানিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন ধরেই চিকিৎসা চলছিল তাঁর। তবে অনুষ্ঠানে বেড়াতে এসে ছেলের এইভাবে মৃত্যুর ঘটনায় ভেঙে পড়ছেন তাঁর মা ও বাবা। ঘটনা খবর পেয়ে তৎপরতার সহিত দেহ উদ্ধার করে জিআরপি। দেহ ময়নাতদন্ত পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Next Article