নদিয়া: একুশে জুলাইয়ের সভায় গিয়েছিলেন। সাতসকালেই বেরিয়েছিলেন ঘর থেকে। সন্ধ্যার মধ্যে ফিরেও এসেছিলেন। কিন্তু পরিবারের দাবি, সন্ধ্যার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। শরীরে একটা অস্বস্তি অনুভব করছিলেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একুশের সভা থেকে ফিরে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার তেহট্টে। মৃত তৃণমূল কর্মীর নাম সঞ্জীব বিশ্বাস। তিনি তেহট্ট ১ ব্লকের বেতাই ১ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, একুশের সভায় যোগ দেওয়ার জন্য সকালেই বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। ধর্মতলায় পৌঁছেও ফোনে কথা হয়। সন্ধ্যার পর ফিরে আসেন তিনি। বাড়ির লোকেরা জানাচ্ছেন, ফেরার পর থেকে তাঁর শরীরের অস্বস্তি ছিল। তিনি বাড়িতে সেকথাও জানিয়েছিলেন।
রাত বাড়তে অস্বস্তি বাড়তে থাকে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে থাকতে পারেন সঞ্জীব। তা থেকেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। বিধায়ক তাপস দাস বলেন, “প্রকৃতিগতভাবেই খুব দুর্বল ছিল ও। হাতে করে বেতাই কলেজের জিএস করেছিলাম। তারপর বর্তমানে বেতাই ১ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল। কাল সভায় গিয়েছিল। চার-পাঁচ কিলোমিটার হেঁটেছিল, গরমে। তখনই একটু অসুস্থ হয়ে পড়েছিল। পরে রাতে ফিরে আরও অসুস্থ হয়ে পড়ে।”