নদিয়া: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ধানতলা থানার পুলিশ। সূত্রের খবর, ধানতলা থানা এলাকার বাসিন্দা এক নাবালিকা গত সোমবার হাঁসখালি থানা এলাকার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান।
অভিযোগ, সেখানেই মঙ্গলবার মেলা দেখতে যাওয়ার সময় ওই নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ওই এলাকার বাসিন্দা এক যুবক। পরে বুধবার ওই নাবালিকা ধানতলা থানা এলাকায় তার নিজের বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে বৃহস্পতিবার ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার।
আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে শনিবার রাতে হাঁসখালি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। রবিবার ধানতলা থানার পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠালে মহামান্য বিচারক ওই ধৃতকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।