নদিয়া: বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটে জয়লাভ করার পরই এই ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গবাচ্চর এলাকা। আহত ব্যক্তির নাম গৌরাঙ্গ বিশ্বাস।
জানা গিয়েছে, ভোটের দিন থেকে অশান্তি শুরু হয় ওই এলাকায়। গৌরাঙ্গবাবুর অভিযোগ, ভোটের পর থেকে তিনি ওই এলাকায় অশান্তি বাধানোর চেষ্টা করছিল তৃণমূলের দলবল। গতকাল ফল বেরনোর পর দেখা যায় গৌরাঙ্গ বিশ্বাস জিতে গিয়েছেন। শুধু গৌরঙ্গ বিশ্বাস নয়, একই সঙ্গে ওই পঞ্চায়েত সমিতিতে জয় লাভ করে বিজেপি প্রার্থী কামনা বিশ্বাস।
গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটের ফল বের হওয়ার পর থেকেই এলাকায় তাণ্ডব শুরু করে দেয় তৃণমূল। এ দিন, সকালেও কয়েকজন তৃণমূল কর্মী এলাকায় গিয়ে চিৎকার করতে শুরু করেন। তখনই উভয় পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। তখনই আচমকা গৌরাঙ্গ বিশ্বাসের মাথায় বাড়ি মারার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীকেও মারধর করার অভিযোগ ওঠে।
দ্রুত তাঁদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন কয়েকজন। আহতর মেয়ে বলেন, “পুতুল দাস পঞ্চায়েত সমিতিতে হেরে যাওয়া প্রার্থী। ওরা এসে আমার বাবাকে মেরেছে। আমার ভাইয়ের এখন আঠারো বছর পূর্ণ হয়নি। ওকেও রেহাই দেয়নি।” যদিও, ঘটনার বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।