Nadia: ভরা বাজারে চলল গুলি, গ্রেফতার আইনজীবী সহ ৫

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 20, 2024 | 1:43 PM

Nadia: ঘটনাস্থল নদিয়ার হাঁসখালির মিলননগর বাজার। সেখানেই ভরা বাজারে শূন্য গুলি চালিয়ে পাঁচ দুষ্কৃতী পালানোর চেষ্টা করে। এরপর হাঁসখালি থানার পুলিশ ধাওয়া করে তাঁদের গাড়ি আটকে দেয়। অস্ত্র-সহ গ্রেফতার করা হয় পাঁচ জনকেই।

Nadia: ভরা বাজারে চলল গুলি, গ্রেফতার আইনজীবী সহ ৫
হাঁসখালি থানা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: সকালবেলায় তখনও জিনিস কেনা-কাটায় ব্যস্ত ছিলেন সকলে। বাজারে গিয়ে কেউ মাছ কিনছেন, কেউ বা মাংস। সেই সময় ভরা বাজারে আচমকা গুলির শব্দ। যা শুনে আতঙ্কে কার্যত ছোটাছুটি সাধারণ মানুষের। পরে অভিযুক্তদের ধাওয়া করতেই একে-একে পাকড়াও হয় দুষ্কৃতীরা। ধৃতদের আজ তোলা হবে আদালতে।

ঘটনাস্থল নদিয়ার হাঁসখালির মিলননগর বাজার। সেখানেই ভরা বাজারে শূন্য গুলি চালিয়ে পাঁচ দুষ্কৃতী পালানোর চেষ্টা করে। এরপর হাঁসখালি থানার পুলিশ ধাওয়া করে তাঁদের গাড়ি আটকে দেয়। অস্ত্র-সহ গ্রেফতার করা হয় পাঁচ জনকেই। অভিযুক্তদের পরিচয় জানার পর কার্যত চোখ কপালে পুলিশেরও! জানা গিয়েছে, ধৃত পাঁচ জনের মধ্যে দু’জন আইনজীবী। একজন আইনের ছাত্র। বাকি দু’জন পরিচিত সমাজবিরোধী হিসাবে।

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ গুলি চালানোর ঘটনার খবর পায় পুলিশ। সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরেও শূন্যে আরও এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়িটিকে তাড়া করে হাঁসখালি থানার পুলিশ সর্দারপাড়া এলাকায় আটক করে। গাড়ির পাঁচজন আরোহীকে গ্রেফতার করা হয়। গাড়ি থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং একটি দেশি পিস্তল-সহ প্রচুর কার্তুজ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রসেনজিৎ দেবশর্মা। তিনি রানাঘাট আদালতের আইনজীবী বলে জানা গিয়েছে।

রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (সীমান্ত) সোমনাথ ঝা বলেন, “এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে একজন আইনজীবীর এ ধরনের অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া নিঃসন্দেহে উদ্বেগের।”

Next Article