BSF: বিএসএফ জওয়ানদের উপরে হামলা, চলল গুলি, নদিয়ায় উদ্ধার প্রায় সাড়ে ৪ কোটির সোনা

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Aug 20, 2024 | 8:25 PM

BSF: ২২টি সোনার বিস্কুট, ৮টি সোনার ইট এবং ১টি ছোট সোনা আটক করা করেছে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়রের অধীনে বিজয়পুর বর্ডার ফাঁড়ির ৩২ তম ব্যাটালিয়নের জওয়ানরা। ইতিমধ্যেই গোটা ঘটনার কথা বিবৃতি দিয়ে জানানো হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর তরফে।

BSF: বিএসএফ জওয়ানদের উপরে হামলা, চলল গুলি, নদিয়ায় উদ্ধার প্রায় সাড়ে ৪ কোটির সোনা
বিবৃতি দিয়ে ঘটনার কথা জানালো বিএসএফ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

নদিয়া: সোনা পাচারকারীর হামলা বিএসএফ জওয়ানদের উপরে। চলল গুলিও। নদিয়া জেলার বিজয়পুর সীমান্তের ঘটনা। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকার ৬ কেজি সোনা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। সূত্রের খবর, এক চোরাচালানকারীদের সীমান্ত পার করার চেষ্টা করতেই পথ আটকায় বিএসএফ জওয়ানরা। কিন্তু, বাধা পেতেই ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তি। ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিএসএফ-ও। আর তখনই প্রায় ৬ কেজি সোনা রেখে চম্পট দেয় ওই দুষ্কৃতী। 

২২টি সোনার বিস্কুট, ৮টি সোনার ইট এবং ১টি ছোট সোনা আটক করা করেছে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়রের অধীনে বিজয়পুর বর্ডার ফাঁড়ির ৩২ তম ব্যাটালিয়নের জওয়ানরা। ইতিমধ্যেই গোটা ঘটনার কথা বিবৃতি দিয়ে জানানো হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর তরফে। যে সোনা বাজেয়াপ্ত হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে টার কোটি টাকা বলে জানা যাচ্ছে। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের খবর এলাকায় চাউর হতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় আশপাশের এলাকাতে। 

সূত্রের খবর, সীমান্ত পারে বাঁশ বাগানের মধ্যে দিয়ে এক ব্যক্তিকে সাইকেলে করে আসতে দেখেন এক জওয়ান। তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তাঁকে দাঁড় করিয়ে তল্লাশির চেষ্টা করে বিএসএফ। অভিযোগ, তখনই রাগে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে গালিগালাজ করতে থাকে ওই ব্যক্তি। এরইমধ্যে দেখা যায় ওই ব্যক্তির কোমরে শক্তভাবে ভারী কিছু মোড়া রয়েছে। কিন্তু কী আছে তা দেখতে চাইতেই ধারালো অস্ত্র নিয়ে ওই জওয়ানের উপর চড়াও হয় ওই ব্যক্তি। আত্মরক্ষার্থে সেই সময় গুলি চালান ওই জওয়ান। কিন্তু, অল্পের জন্য বেঁচে যায় ওই দুষ্কৃতী। মুহূর্তের মধ্যেই সোনা ফেলে এলাকা ছেড়ে চম্পট দেয়। 

Next Article