Attack on ABVP: মাটিতে ফেলে মার ছাত্রীদের, রক্ত ঝরল নবদ্বীপ কলেজে

Mahadeb Kundu | Edited By: সঞ্জয় পাইকার

Jan 16, 2024 | 11:51 PM

Attack on ABVP: আহত এক ছাত্রীর অভিযোগ, উইকেট দিয়ে মারধর করা হয়েছে তাঁকে। ঘটনার পর ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

Attack on ABVP: মাটিতে ফেলে মার ছাত্রীদের, রক্ত ঝরল নবদ্বীপ কলেজে
হাসপাতালে আহত ছাত্রী
Image Credit source: twitter

Follow Us

নদিয়া: নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ফের উত্তেজনা। আহত হয়েছে এবিভিপি ছাত্র সংগঠনের এক ছাত্র ও তিন ছাত্রী। মঙ্গলবার সকালে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তীব্র উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে ঘটনায়। ঘটনায় আক্রান্তদের গুরুতর আহত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে শক্তি নগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ঘটনার পর এবিভিপি-র নদিয়া উত্তরের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে, পূর্ব পরিকল্পিত ভবে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আচমকাই হামলা করা হয়। তাতেই গুরুতর ছাত্র গুরুতর আহত হন ছাত্র-ছাত্রীরা। ওই ছাত্র সংগঠনের সদস্য শুভ সাহা বলেন, “এলোপাথাড়ি মারধর করা হয়েছে। মাটিতে ফেলে মারা হয়েছে ওদের। কলেদের ভিতরে এই ধরনের যে সব ঘটনা ঘটছে, তার দায় নিতে হবে কলেজের অধ্যক্ষকে। ওঁর জন্যই এই সব ঝামেলা হচ্ছে।” তাঁর দাবি, কোনও ঘটনা ঘটলে মুখে কুলুপ এঁটে থাকছেন অধ্যক্ষ।

আহত এক ছাত্রীর অভিযোগ, উইকেট দিয়ে মারধর করা হয়েছে তাঁকে। ঘটনার পর ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আহত পড়ুয়াদের ছবি প্রকাশ করে টুইট করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, তৃণমূলের পড়ুয়ারাই মারধর করেছে এবিভিপি সদস্যদের।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য পাল্টা বলেন, ABVP-র ওই সদস্যরা কলেজে অশালীন আচরণ করে। এর আগেও একজনকে পুলিশ গ্রেফতার করেছিল। এদিন কলেজে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করেছিল এবিভিপির সদস্যরা। তখন ওই ছাত্রীর বন্ধু-বান্ধবরা তাদের উচিত শিক্ষা দিয়েছে।

Next Article