Nadia: নকল পার্থ সাজিয়ে, শুকনো ভাতের থালা হাতে পোড়া রুটি নিয়ে বিক্ষোভ টেট উত্তীর্ণদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 28, 2022 | 5:10 PM

Nadia: ক্ষোভে ফেটে পড়েছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।তাঁদের দাবি দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়ের কোটি-কোটি টাকা আত্মসাতের জন্য চাকরি পাননি সফল পরীক্ষার্থীরা।

Nadia: নকল পার্থ সাজিয়ে, শুকনো ভাতের থালা হাতে পোড়া রুটি নিয়ে বিক্ষোভ টেট উত্তীর্ণদের
নদিয়ায় বিক্ষোভ (নিজস্ব ছবি)

Follow Us

নদিয়া: মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাঁর। এর মধ্যেই শুকনো ভাতের থালা আর পোড়া রুটি নিয়ে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। টাকা উদ্ধার ইস্যুতে বিরোধীদের সঙ্গে সরব অরাজনৈতিক হবু শিক্ষক-শিক্ষিকারাও।

নদিয়ার কৃষ্ণনগর শহরের ঘটনা। সেখানে টেট উত্তীর্ণরা বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন। সম্প্রতি, প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্প মন্ত্রী তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি-কোটি টাকা। শুধু টাকা নয় ৫ কেজি সোনা এবং চাকুরী প্রার্থীদের লিস্টও। এই বিষয়কে হাতিয়ার করে একদিকে যেমন বিরোধী সিপিআইএম-বিজেপি-কংগ্রেস সরগম করছে রাজনৈতিক ময়দান, তেমনি ক্ষোভে ফেটে পড়েছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়ের কোটি-কোটি টাকা আত্মসাতের জন্য চাকরি পাননি সফল পরীক্ষার্থীরা।

এরপর আজ নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের রাজপথে নেমে বিক্ষোভ দেখালেন চাকুরি প্রার্থীরা। পরবর্তী সময় নদিয়া জেলার ডিপিএসসি ভবনের সামনে নুন তরকারি ছাড়া ভাতের থালা এবং পোড়া রুটি নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি পাত্র চট্টোপাধ্যায় সাজিয়ে গোটা রাস্তা ঘোরানো হয় এক ব্যক্তিকে।

টেট পাশ করা ছাত্রছাত্রীদের আন্দোলন চলে বেশ কিছুক্ষণের জন্য। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী কথা দেওয়া সত্ত্বেও তাঁরা আরটিআই করে দেখেছেন মাত্র ৯ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হয়েছে এ পর্যন্ত। তাই মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পূরণ করুক এমনটাই দাবি তাঁদের। তা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আরও আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন ।

এক বিক্ষোভরত প্রার্থী বলেন, ‘২০২০ সালের ১১ নভেম্বর প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ২০ হাজার টেট পাশ ক্যান্ডিডেট আছে। সেই মত আমরা ইন্টারভিউ দিয়েছি। তবে দেখা গেল আমরা নট ইনক্লুডার হিসাবে রয়ে গিয়েছি। কেন? যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে ঘুষ দিয়ে কাছের লোকজন চাকরি পেয়েছেন। আমাদের টাকা নেই চাকরি পাইনি।’

Next Article