Nadia Accident: নদিয়ায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য প্রধানমন্ত্রীর দফতরের, আহতদের ৫০ হাজার টাকা
Nadia: রবিবার কাকভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনায় প্রাণ হারান ১৮ জন শ্মশানযাত্রী।
নদিয়ার দুর্ঘটনায় টিভি নাইন বাংলার অন্তর্তদন্তে উঠে আসছে বেশ কিছু তথ্য। নদিয়ার ফুলবাড়ির ওই রাস্তা বেশ সংকীর্ণ। তারমধ্যে যত্রতত্র পড়ে থাকে বালি, পাথর। বর্ষায় রাস্তার হাল আরও খারাপ হয়েছে। তা মেরামতও করা হয়নি বলে অভিযোগ এলাকার লোকজনের। খারাপ রাস্তা এবং পড়ে থাকা বালি, পাথরের কারণে বার বার ওই রাস্তায় দুর্ঘটনা ঘটে। কিন্তু পুলিশের কোনও নজরদারি নেই বলেও অভিযোগ ওঠে।
এরই মধ্যে রবিবার কাকভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনায় প্রাণ হারান ১৮ জন শ্মশানযাত্রী। আহত একাধিক। মৃতদেহ সত্কার করতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। উত্তর চব্বিশ পরগনার বাগদার পারমদন এলাকার বাসিন্দা শিবানি মুহুরীর মৃত্যুর পর ঠিক হয়, সত্কার করা হবে পাশের জেলা নদিয়ার নবদ্বীপে। সেই মতো রাতেই আত্মীয়, পরিজন, গ্রামবাসী মিলিয়ে পঁচিশ-ছাব্বিশজন মৃতদেহ নিয়ে মালবাহী গাড়িতে সত্কারের জন্য রওনা হন। এরপরই নদিয়ার ফুলবাড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে সেই শববাহী গাড়ি।
ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। সকলকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেও মৃত্যু হয় কয়েকজনের। অবস্থার অবনতি হওয়ায় ছ’জনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। লরির চালককে আটক করেছে পুলিশ। শববাহী গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পশ্চিমবঙ্গের নদীয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে
— PMO India (@PMOIndia) November 28, 2021
Heartbroken to hear about the road accident in Nadia.
I offer my deepest condolences to the bereaved families and pray for the speedy recovery of those who were injured.
May God give them the strength to get past this difficult time. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2021
এদিন দিনভর বাগদার পারমদন এলাকায় হাহাকার। শুধুমাত্র মুহুরী পরিবারেই একটা দুর্ঘটনা কেড়ে নিল এতগুলো প্রাণ। স্বজন হারানোর শোকে ভেঙে পড়েছেন সকলেই। মুহুরী পরিবারের পাশাপাশি গোটা পাড়ায় কান্নার রোল। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, শিবানী মুহুরি যাঁকে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁর বয়স ৮৩ বছর। দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে সাতজন মহিলা ও এক শিশুও রয়েছে।
স্থানীয়রা জানান, ১৫ জনই ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাকিদেরও মৃত্যু হয়। নদিয়ার পুলিশ সুপার সায়ক দাস বলেন, “দু’টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। শ্মশানযাত্রীদের গাড়ির গতি কত ছিল তা দেখতে হবে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।”
আরও পড়ুন: ‘দুঃখজনক’ ঘটনা, বাংলায় টুইট করলেন শাহ, নদিয়া পথদুর্ঘটনায় ‘সমব্যথী’ মমতা