নদিয়া: এ রাজ্যে অনৈতিক ভাবে আদায় করা অর্থ নিয়ে গোয়ায় বিজ্ঞাপন করছে তৃণমূল কংগ্রেস (TMC)। দিল্লির মুখ্য়মন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিবাল সম্প্রতি কটাক্ষ করেছেন গোয়ায় তৃণমূল একেবারেই সুবিধা করতে পারবে না। তারা এক শতাংশ-ও ভোট পাবে না। বুধবার এ নিয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া, ত্রিপুরায় ডুবেছে, গোয়াতেও কোনও সুবিধা করতে পারবে না তৃণমূল।
বুধবার নদিয়া থেকে শুভেন্দুর কটাক্ষ, “পশ্চিমবঙ্গ থেকে কয়লা, গরু বালি থেকে টাকা তুলে নিয়ে গিয়ে গোয়ায় বিজ্ঞাপন দিয়েছে। ত্রিপুরায় করেছিল। কী হয়েছে দেখা গিয়েছে। গোয়াতেও আরও খারাপ অবস্থা হবে।”
শুভেন্দু আরও যোগ করেন, “কেজরীবাল সাহেব কী বলেছে সেটা বড় কথা নয়। ওঁদের কখন ভাব, কখন ঠিক হয় জানি না। বাস্তব অবস্থা তাই। গোয়াতে বিজেপি আরও বেশি সংখ্যা নিয়ে সরকারের আসবে।”
এদিন কেজরীবাল কটাক্ষ করেছেন, “আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের কাছে গোয়ার এক শতাংশও ভোট নেই। সবে তিনমাস আগে গোয়াতে পা রেখেছে তৃণমূল। গণতন্ত্র এই ভাবে চলে না। গণতন্ত্রে মানুষের জন্য কাজ করতে হয় পরিশ্রম করতে হয়। এমনি এমনি কোনও কিছু হয় না। আপনাদের চোখে তৃণমূল অনেক ওপরে থাকতে পারে কিন্তু আমি মনে করি, গোয়াতে তৃণমূল প্রতিযোগিতাতেও নেই।” এই প্রেক্ষিতেই শুভেন্দুর এহেন কটাক্ষ।
রাজ্যের বিরোধী নেতার আরও সংযুক্তি, “আমরা মোদীজির সমর্থক। মোদীজির ভক্ত। মোদীজি মানে জাতীয়তাবাদ, মোদীজি মানে দেশপ্রেম, মোদীজি মানে ভারতীয় বহুত্ববাদ, মোদীজি মানে ভারত সুরক্ষিত। আফগানিস্তান যাতে না হয়, মোদীজির হাতে দেশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে”।
এদিন নদিয়ার হাঁসখালি তে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন বিরোধী দলনেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুরসভার প্রসঙ্গ উঠতে আবার খাপ্পা হয়ে যান তিনি। তাঁর অভিযোগ, “যে ভোটে ইভিএম মেশিনে ভিভিপ্যাট থাকে না, যে ভোটে সিসি ক্যামেরার তার কেটে দেওয়া হয়, সেটাকে আমি ভোট বলে মানি না।” তিনি যোগ করেন, ‘পুরভোটে ইভিএম ছিল ভাইপোর হাতে’’। এর পর শুভেন্দু আনেন আরেক মারাত্মক অভিযোগ। বলেন, এই ভোট কী ভাবে হবে তা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে ঠিক করেছেন। কে কত ভোট পাবেন সেটাও!
হাঁসখালি বিডিও অফিসের কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে একটি ডেপুটেশনের কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেখানে উপস্থিত হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন নিয়ে আমি কোনও প্রতিক্রিয়া দেব না। তার কারণ, এটাকে ভোট বলে না। ভোটে কী হবে, কে কত ভোট পাবে তা ঠিক করেছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আর ভাইপো। তাই ভোট প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকলে ওই দু’জনকেই জিজ্ঞাসা করুন।”