রানাঘাট: শুক্রবার রাত পোহালেই পঞ্চম দফার বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021)। তার মধ্যেই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী (TMC Candidate) সমীর পোদ্দারের (Samir Poddar) গাড়িকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়।
শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে মিটিং সেরে সন্ধে নাগাদ বাড়ি ফিরছিলেন সমীর পোদ্দার। ফেরার পথে কৈখালী এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূলের (TMC) অভিযোগের তির বিজেপি (BJP)-র দিকে।
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েছেন। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। রানাঘাট বগুলা সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে হাঁসখালি থানার পুলিশ। এখনও পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা।
আরও পড়ুন: ভোটে লড়বেন না তৃণমূলের সবচেয়ে ধনী বিধায়ক, নিজেই জানালেন ফেসবুকে
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে স্টেশনে ট্রেন ধরতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ওই ঘটনায় মন্ত্রী জাকির ছাড়াও জখম হন আরও ১৩ জন। সেই ঘটনার কথা মনে করাল এদিন তৃণমূল প্রার্থীর উপর হামলার ঘটনা। যদিও সমীরবাবু ভালো আছেন বলেই খবর। তবে ঘটনার আকস্মিকতায় বিস্মিত তিনি।
এদিকে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থীর চাঞ্চল্যকর অভিযোগ, হাঁসখালি থানার ওসির সহযোগিতায় একাধিক বিজেপির কর্মীকে মারধর এবং বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয়। কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তিনি যোগ করেন, এই মুহূর্তে তৃণমূলের পায়ের তলার মাটি হারিয়ে গিয়েছে। নির্বাচনে হেরে যাবে ভেবেই নাটকীয় ভাবে নিজেদের গাড়িতে বোম মেরে পথ অবরোধের পরিকল্পনা করেছেন তৃণমূলের প্রার্থী।