TMC MLA Tapas Saha: তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই, প্রথমেই মোবাইল ফোন সিজ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 22, 2023 | 11:24 AM

TMC: গত শুক্রবার তৃণমূলের আরেক বিধায়ক মুর্শিদাবাদের বড়ঞার জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। আপাতত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার বিধায়ক।

TMC MLA Tapas Saha: তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই, প্রথমেই মোবাইল ফোন সিজ
তাপস সাহার বাড়িতে সিবিআই।

Follow Us

নদিয়া: তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হানা। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে সিবিআইয়ের একটি দল তেহট্টে কড়ুইগাছিতে পৌঁছয়। সঙ্গে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ইতিমধ্যেই নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাপস সাহার। যদিও পাল্টা তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভুল। সেই তাপসের বাড়িতেই এদিন হানা সিবিআইয়ের। ঠিক এভাবেই গত শুক্রবার তৃণমূলের আরেক বিধায়ক মুর্শিদাবাদের বড়ঞার জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে হানা দেয় সিবিআই। আপাতত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার বিধায়ক। এবার শাসকদলের আরেক বিধায়কের বাড়িতে সিবিআই। তদন্তে নেমে প্রথমেই তাপস সাহার মোবাইল ফোনটি সিজ করা হয়। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল নিয়ে যে ভোগান্তি তদন্তকারীদের হয়েছে, এরপর আর কোনও ঝুঁকিই নিতে চায়নি তারা। তাপস সাহার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছে গাড়ির নম্বর, গাড়ি সংক্রান্ত নথি জানতে চাওয়া হয়। এরপর বেরিয়ে যান চালক।

বিধায়ক তাপস সাহার বাড়ি ১২ থেকে ১৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এদিন ঘিরে রাখেন। একে একে বাড়ির ভিতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। বাড়ির ভিতরেই রয়েছেন তাপস সাহা। তদন্তকারীরা ঢোকার পরই বাইরের মূলগেট বন্ধ করে দেওয়া হয়। বিধায়কের কার্যালয় রয়েছে সেখানে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সেখানেও। ইতিমধ্যেই সেই কার্যালয়ে বিভিন্ন জিনিস দেখছে সিবিআই। বিধায়ক তাপস সাহাও হাজির সেখানে।

এক বছর আগে তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে। বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা তোলার অভিযোগ ওঠে শাসকদলের এই বিধায়কের বিরুদ্ধে। রাজ্য দুর্নীতি দমন শাখা বা সিআইডি তদন্ত শুরু করে। যদিও পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে সিবিআই তাপস সাহার বিরুদ্ধেও তদন্ত শুরু করে।

কার্যালয় থেকে তাপস সাহাকে তাঁর ঘরে নিয়ে যায় সিবিআই। বেরোনোর সময় তাপস সাহা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তাপস সাহা বলেন, “হাইকোর্ট অর্ডার দিয়েছিল সিবিআইকে তদন্ত করার। তাই তারা এসেছে।” তবে এর বেশি কিছু বলার সুযোগ মেলেনি তাপসের। অন্যদিকে এদিন বিধায়কের কার্যালয়ে আলমারি থেকে কাগজপত্র বের করে সিবিআই। নথি উল্টেপাল্টে দেখে। এবার তাপসের বাড়িতে গিয়ে পরবর্তী জিজ্ঞাসাবাদ চলবে বলেই মনে করা হচ্ছে।